Advertisement
০৬ মে ২০২৪

শ্লীলতাহানির নালিশ, গ্রেফতার কনস্টেবল

টিউশন থেকে ফেরার পথে তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে এক কনস্টেবলকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিঙের হেলিকপ্টার মোড়ের কাছে।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০১:০২
Share: Save:

টিউশন থেকে ফেরার পথে তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে এক কনস্টেবলকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিঙের হেলিকপ্টার মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে ওই তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ওরফে চয়নকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চিরঞ্জিৎ ব্যারাকপুরের ৮ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। বর্তমানে তিনি হাওড়া সাঁকরাইল থানার একটি ক্যাম্পে কর্মরত। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, আড়াই বছর আগে ক্যানিঙের মিঠাখালির পশ্চিমপাড়ার বছর উনিশের ওই তরুণীর সঙ্গে চয়নের সম্পর্ক গড়ে উঠেছিল। বর্তমানে তরুণী তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখছিলেন না। অভিযোগ, চিরঞ্জিৎ মেয়েটির পথ আটকে হাত ধরে টানাটানি করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Molestation police caning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE