গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পানিখালি বাজারে একটি চায়ের দোকানের কেটলিতে রহস্যজনক ভাবে গুলি এসে লাগে। সেই ঘটনারই তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। ধৃতের নাম সদানন্দ দাস (৫২)। তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ পানিখালির বাসিন্দা সদানন্দ ও তাঁর ছেলের মধ্যে ঝগড়া চলছিল। ছেলেকে ভয় দেখাতে নিজের কাছে থাকা বন্দুক থেকে শূন্যে গুলি ছোড়েন তিনি। সেই গুলিই ছিটকে গিয়ে লাগে কিছুটা দূরের চায়ের দোকানের কেটলিতে।