Advertisement
০৬ মে ২০২৪
Accidental Death

জয়নগরে গঙ্গাসাগর স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু অজ্ঞাতপরিচয় যুবকের, তদন্তে রেলপুলিশ

শনিবার বিকাল ৪টে ১৫মিনিট নাগাদ জয়নগর মজিলপুর স্টেশন যাওয়ার সময় স্টেশন এবং রথতলা নিকটস্থ রেল গেটের মাঝামাঝি স্থানে রেল ট্রাকের উপর দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ২০:২৭
Share: Save:

জয়নগরে গঙ্গাসাগর স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। অজ্ঞাতপরিচয় ওই যাত্রীর দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। চলছে তাঁর পরিচয় জানার চেষ্টা।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন চলছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকাল ৪টে ১৫মিনিট নাগাদ গঙ্গাসাগর স্পেশাল আপ থ্রু ট্রেন দ্রুত গতিতে জয়নগর মজিলপুর স্টেশন যাওয়ার সময় স্টেশন এবং রথতলা নিকটস্থ রেল গেটের মাঝামাঝি জায়গায় রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ। খবর পেয়েই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন। তবে দুর্ঘটনায় মৃত ব্যক্তির মুখ বিকৃত হয়ে যাওয়ায় তাঁকে শনাক্ত করা এখনও সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।

রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল সে ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যে এসেছেন ৪৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন। ভক্তদের জোয়ার সামলাতে সব রকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এর মধ্যে ভিন্‌রাজ্য থেকে আসা দুই পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। তাঁদের দু’জনেই হৃদ‌্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accidental Death South 24 Pargana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE