Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Baruipur Police

বারুইপুরে রাস্তার ধারে উদ্ধার পুলিশ কনস্টেবলের দেহ! খুন না কি দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা

মৃত পুলিশ কনস্টেবলের বাড়ি হুগলির পান্ডুয়া। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন তিনি। তাঁর দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বারুইপুর-জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির দেহ পড়ে আছে।

বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বারুইপুর-জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির দেহ পড়ে আছে। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
বারুইপুর শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৩
Share: Save:

রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর দেহ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া পুলিশকর্মীর নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বারুইপুর-জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির দেহ পড়ে আছে। ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। দেহ শনাক্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে তা বারুইপুর পুলিশ জেলার কর্মরত পুলিশকর্মীর।

মৃত পুলিশ কনস্টেবলের বাড়ি হুগলির পান্ডুয়া। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন তিনি। তাঁর দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কনস্টেবলকে কেউ খুন করেছে না কি নিছক দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এই বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘দেহ উদ্ধার করে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। আজই (বুধবার) দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। খুন, দুর্ঘটনা না কি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE