দুই পাড়ার গোলমাল সামলাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানার মছলন্দপুরের বামনডাঙায়। লাঠি, লোহার রড নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার সহ দুই পুলিশকর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামনডাঙা এলাকায় পাশাপাশি দুই পাড়ার মধ্যে গোলমাল বাধে। দুই পাড়ার মধ্যে গন্ডগোলের ইতিহাস আছে। প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া-অশান্তি হয়। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ এক যুবক অন্য পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তাঁকে কয়েক জন কটূক্তি করেন। ওই যুবক প্রতিবাদ করলে তাঁকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ।
খবর পৌঁছয় যুবকের পাড়ার লোকজনের কাছে। সেখানকার লোকজন আবার অন্য পাড়ার এক যুবককে আটকে রেখে মারধর করেন। এরপরেই দুই পাড়ার লোকজনের মধ্যে মারামারি বেধে যায়। পুলিশ গেলে পুলিশের উপরে হামলা চলে। পরে আরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারপিটের ঘটনায় ৬ জন জখম হয়েছেন। এক জনের অবস্থা খারাপ থাকায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের এলাকায় চিকিৎসা করানো হয়েছে। মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল বারিক মোল্লা নামে এক জনকে গ্রেফতার করেছে। পুলিশের উপরে হামলার ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম আতাউর জামান মণ্ডল ওরফে টিঙ্কু এবং ইলিয়াস মোল্লা। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। এলাকায় পুলিশের টহল আছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)