চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুলশিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়।
অভিযোগ, গল্পের বই দেওয়ার নাম করে ওই ছাত্রীকে স্কুলের দোতলায় নিয়ে যান বাংলা শিক্ষক। পরিবারের দাবি, দোতলায় কেউ ছিলেন না। সেই সুযোগে ছাত্রীটির শ্লীলতাহানি করেন অভিযুক্ত। বাড়ি ফিরে ‘নির্যাতিতা’ তার মাকে গোটা বিষয়টি জানায়। কন্যার মুখ থেকে সব শুনে পরিবারের অন্য সদস্যদের জানান ওই শিশুটির মা। জানাজানি হতেই অন্য অভিভাবকেরা জড়ো হন স্কুলে। ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে স্কুলচত্বরে উত্তেজনা ছড়ায়।
ওই শিশুকন্যার পরিবারের তরফে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষক অতীতেও এ ধরনের কীর্তি ঘটিয়েছেন। তাঁর বিরুদ্ধে আগেও থানায় অভিযোগ দায়ের হয়। সেই সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন। অভিভাবকদের প্রশ্ন, স্কুলে তাঁদের সন্তানদের নিরাপত্তা কোথায়? এমন একজন শিক্ষককে কেন চাকরিতে রাখা হয়েছে? পুলিশ গুরুত্ব সহকারে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।