Advertisement
১১ মে ২০২৪
Police starts raid to stop passenger overloading

অতিরিক্ত যাত্রী তোলা রুখতে সজাগ পুলিশ

যশোর রোড-সহ জেলার নানা গুরুত্বপূর্ণ রাস্তায় অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেকার, অটো ও ম্যাজিক গাড়ি চলাচলের বিরুদ্ধে ধরপাকড় চলছে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে। ইতিমধ্যেই আটক করা রয়েছে কয়েকটি অটো, টোটো এবং ট্রেকার।

ধরপাকড়: বনগাঁয় ছবিটি তুলেছেন নির্মাল্য প্রামাণিক

ধরপাকড়: বনগাঁয় ছবিটি তুলেছেন নির্মাল্য প্রামাণিক

সীমান্ত মৈত্র
বনগাঁ শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০২:৪০
Share: Save:

যশোর রোড-সহ জেলার নানা গুরুত্বপূর্ণ রাস্তায় অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেকার, অটো ও ম্যাজিক গাড়ি চলাচলের বিরুদ্ধে ধরপাকড় চলছে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে। ইতিমধ্যেই আটক করা রয়েছে কয়েকটি অটো, টোটো এবং ট্রেকার।

উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের নির্দেশে গত কয়েক দিন থেকে জেলা জুড়েই এই অভিযান শুরু হয়েছে। ভাস্করবাবু বলেন, ‘‘অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই অতিরিক্ত যাত্রিবোঝাই গাড়িগুলির বিরুদ্ধে অভিযান চালানোর জন্য থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।’’

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনে দত্তপুকুর, হাবরা, গাইঘাটা, গোপালনগর-সহ জেলার বিভিন্ন থানা এলাকায় ধরপাকড় চলেছে। ওই থানাগুলিতেও অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে গাড়ি আটক করা হয়েছে। গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন চালক।

বনগাঁ, বসিরহাট, বারাসত মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি অটো, ট্রেকার এবং ম্যাজিক গাড়ির দাপট চলছে। মূলত ডিজেলচালিত ওই গাড়িগুলির বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী পরিবহণ ছাড়াও নানা অভিযোগ রয়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলা হয়। যাত্রী তোলা নিয়ে রেষারেষি চলে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে চালকদের বিরুদ্ধে।

বাড়তি টাকার লোভে দ্রুত গাড়ি চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগেই বাগদা থানার নলডুগারি বাজার এলাকায় দু’টি অটোর রেষারেষিতে প্রাণ গিয়েছে দশ বছরের এক কিশোরীর। পুলিশের দাবি, এ বিষয়ে নিয়মিত নজরদারি চলে। সেটাই আরও বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে।

উত্তর ২৪ পরগনা জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থার আধিকারিক সিদ্ধার্থ রায় বলেন, ‘‘চালকের ডান দিকে কোনও অবস্থাতেই যাত্রী তোলা যাবে না।’’ যদিও বাস্তবে সেই নিয়ম মানা হয় না বললেই চলে। সে বিষয়েও নজরদারি চালাতে শুরু করেছে পুলিশ।

এই পদক্ষেপ যাতে কয়েক দিন চালিয়ে বন্ধ করে দেওয়া না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সিদ্ধার্থবাবু জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে চলা যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ধরপাকড় চলে। আইনি পদক্ষেপও করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police passenger overloading raid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE