Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৯ অক্টোবর ২০২১ ই-পেপার

Hospital: আইসিইউ-তে চিকিৎসাধীন রোগী, ‘ডেথ সার্টিফিকেট’ লিখে দিল লেকটাউনের বেসরকারি হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা
বিধাননগর ০৮ জুলাই ২০২১ ১৫:২৬
জীবিত রোগীর এই ‘ডেথ সার্টিফিকেট’ ঘিরে বিতর্ক।

জীবিত রোগীর এই ‘ডেথ সার্টিফিকেট’ ঘিরে বিতর্ক।
নিজস্ব চিত্র।

আইসিইউ-তে চিকিৎসাধীন রোগী জীবিত রয়েছেন। কিন্তু অভিযোগ, ‘ডেথ সার্টিফিকেট’ লিখে তাঁকে ‘মৃত’ ঘোষণা করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে এমনই ঘটনা ঘটেছে বলেন স্থানীয় সূত্রের খবর।

ডোমজুড়ের সলপের বাসিন্দা উদয়শঙ্কর চোঙদারকে (৫২) স্নায়ুজনিত সমস্যার কারণে গত ৫ জুলাই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউ-র ১ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। রোগীর ছেলে শশাঙ্ক জানান, বুধবার বিকেল ৪টে ৪০ নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁকে ফোন করে জানানো হয়, উদয়শঙ্কর মারা গিয়েছেন।

শশাঙ্ক বৃহস্পতিবার বলেন, ‘‘বাবার দেহ নিয়ে যাওয়ার জন্য খাট এবং ফুল নিয়ে হাসপাতালে চলে আসার কথা বলা হয় আমাকে।’’ তিনি জানান, এরপর পরিবারের লোকেরা হাসপাতালে দ্রুত চলে যান। কিন্তু দেহ দেখে তাঁরা অবাক হয়ে যান। উদয়শঙ্করের বদলে অন্য একটি দেহ দেওয়া হয় বলে শশাঙ্কের অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ডেথ সার্টিফিকেটে উদয়শঙ্করের নাম ছিল।

Advertisement


এরপর শশাঙ্ক অন্য আইসিইউ বেডে চিকিৎসাধীন বাবাকে দেখতে পান। তিনি জীবিত ছিলেন। এরপর কার্যত ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই ঘটনা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ওই ডেথ সার্টিফিকেট রোগীর পরিবারের থেকে চেয়ে নেন।

শশাঙ্ক জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ভুলের কথা স্বীকার করে সঠিক চিকিৎসার আশ্বাস দিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের সিইও দীপঙ্কর শতপথী বলেন, ‘‘কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন

Advertisement