Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sonarpur

‘হাফ প্যান্টে পা দেখা যায় পুরুষের, অস্বস্তিতে পড়েন মহিলারা’, পোশাক বিধি চালু পুরসভার

‘নিয়ম বিরুদ্ধ’ পোশাক পরে এলেই পুরসভার গেট থেকে পত্রপাঠ সাধারণ মানুষকে ফেরত পাঠাচ্ছেন দ্বাররক্ষীরা।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সোনারপুর শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৫:৩৮
Share: Save:

হাফ প্যান্ট, বারমুডা পরে আসছেন পুরুষরা। বসে থাকছেন, দেখা যাচ্ছে পায়ের অর্ধেকটা। তাতেই অস্বস্তি বাড়ছে মহিলা কর্মীদের। এমনই যুক্তিতে পোশাক ফতোয়া রাজপুর সোনারপুর পুরসভায়। পুরসভার ঢোকার মুখে তাই নোটিস দিয়ে লিখে দেওয়া হয়েছে, ‘অশোভনীয় বা দৃষ্টিকটু পোশাক পরে পৌরসভায় প্রবেশ নিষিদ্ধ।’ আর সেই পোস্টারের ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে বিতর্ক। নীতিপুলিশির এই উদাহরণ তুলে ধরে অনেকেই খাপ্পা পুরসভার উপর। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলিও। পোশাকের উপর ফতোয়া জারি এক প্রকার বর্বরতা। পুরসভা কী ভাবে এমন নোটিস দিল? প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্থানীয় মানুষ ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত দিন পাঁচেক আগেই পুরসভার গেটে ওই নোটিস লাগানো হয়। রাজপুর-সোনারপুর পুরসভার রাজপুর কার্যালয়ে সম্প্রতি বেশ কিছু মানুষ বারমুডা, হাফ প্যান্ট পরে কার্যালয়ে আসছেন বিভিন্ন রকম নাগরিক পরিষেবা নিতে। সেই অবস্থাতেই অনেকে পায়ের ওপর পা তুলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকছেন চেয়ারে। তাতে শুধু পুরকর্মীরা নন, পরিষেবা নিতে আসা মহিলাদের অস্বস্তি বাড়ছে। সে কারণেই এই ‘নিয়ম’ বলে দাবি করা হয়েছে। তাই ‘নিয়ম বিরুদ্ধ’ পোশাক পরে এলেই পুরসভার গেট থেকে পত্রপাঠ ফেরত পাঠাচ্ছেন দ্বাররক্ষীরা।

এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলা পূর্বভাগের সভাপতি সুনীপ দাস বলেন, ‘‘তালিবানের মতোই ফতোয়া আরোপ করেছে পুরসভা। এলাকায় গঠনমূলক কাজের সময় পুরসভার দেখা মেলে না। পোশাক নিয়ে অকারণ নোটিস না দিয়ে মানুষের কাজে মন দিক’’।

যদিও রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস জানিয়েছেন, ‘‘সরকারি অফিসে এমন পোশাক পরা উচিত নয় যা দৃষ্টিকটূ। সে জন্যই নোটিস দেওয়া হয়েছে। এটা নিয়ে বিতর্কের কিছু নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sonarpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE