Advertisement
২৩ এপ্রিল ২০২৪

এখন গুলির শব্দে শুরু হয় সন্ধিপুজো

বাদুড়িয়ার রুদ্রপুরের চৌধুরী পাড়ার সুভাষ চৌধুরীর বাড়ির পুজোয় দেবীর বাঁ দিকের পরিবর্তে কার্তিক-সরস্বতী বসেন ডান দিকে। বাঁ দিকে বসেন লক্ষ্মী-গণেশ। সুভাষবাবু বলেন, ‘‘বংশে এমনই প্রথা চলে আসছে।’’

নির্মল বসু
বসিরহাট শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৩০
Share: Save:

কোথাও উল্টো দেবী, কোথাও আবার শূন্যে গুলি ছুড়ে শুরু হয় সন্ধি পুজো। কালীমন্দিরে বলির পাঁঠার মাংস দেবীচণ্ডীকে নিবেদন করে আজও বোধন‌ শুরু হয় কোনও বাড়িতে।

বাদুড়িয়ার রুদ্রপুরের চৌধুরী পাড়ার সুভাষ চৌধুরীর বাড়ির পুজোয় দেবীর বাঁ দিকের পরিবর্তে কার্তিক-সরস্বতী বসেন ডান দিকে। বাঁ দিকে বসেন লক্ষ্মী-গণেশ। সুভাষবাবু বলেন, ‘‘বংশে এমনই প্রথা চলে আসছে।’’

ষষ্ঠীর দিন কালীমন্দিরে দেওয়া বলির পাঁঠার মাংস দেবী চণ্ডীকে নিবেদন করে তবেই বোধন শুরু হয় আড়বালিয়ার বসু বাড়িতে। ওই বাড়িতে একবার পুজো দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

বসিরহাটের দন্ডিরহাটের বসু বাড়ির পুজো ‘ডাক্তার বাড়ির পুজো’ বলেই পরিচিত। এখানে দেবীর বোধনের ঘটের জল আসে গঙ্গা থেকে। একবার বোধনের দিনে পায়রা বসায় মৃন্ময়ীর আটটি হাত ভেঙে যায়। সেই থেকে ছোট হাতের দুর্গা পুজিত হয় আসছে এই বাড়িতে।

হাড়োয়ার গোপালপুর গ্রাম। সেখানে এক দিকে দালান, নাটমন্দিরে দেবী দুর্গাকে পুজো করা হয়। এমনটিই নিয়ম কার্তিক সাহার বাড়িতে। আজও সেখানে বিদ্যমান দুর্গামণ্ডপ, রাধাকৃষ্ণের মন্দির, কালীমন্দির এমনকী, পীরের দরগাও। ওই গ্রামের রামজয় হর চৌধুরীদের বাড়িতেও দুর্গাপুজো হয়। কথিত আছে, সন্ধি পুজোর দিন দেবীর মুখমণ্ডলের পরিবর্তন হয়েছিল। বিজয়ার দিন নাটমন্দিরের সামনে পুকুর কেটে পরিবারের সকলে মিলিত হয়ে কোলাকুলিতে মেতে ওঠেন।

টাকির রায়চৌধুরীদের বাড়িতে সন্ধিপুজোর আগে কামান দাগা হত। এখন কামান নেই। কিন্তু শূন্যে গুলি ছুড়ে শুরু হয় পুজো।

হাসনাবাদের ভেবিয়ায় পাঁচ একর পাঁচিল ঘেরা জমি-সহ বসতবাড়ি-নাট মন্দির দীননাথ দে-র। এখানে বাড়ির পুকুরে প্রতিমার বিসর্জন হয়।

দন্ডিরহাটের নলকোড়া গ্রামে মহেশচন্দ্র করের বাড়ির পুজোয় ন’টি ছাগল বলি দেওয়া হয়। ইটিন্ডার নরহরি দে-র বাড়ির পুজো দেখতে ভিড় জমান সীমান্তবর্তী গ্রামের বহু মানুষ। বড় জিরাকপুরে চঞ্চল বিশ্বাসের বাড়ি, হাড়োয়ার সাহা বাড়ি, টাকি রোডে নাথ বাড়ি, হরিশপুরের দিলীপ মজুমদারের বাড়ি, ইটিন্ডা রাস্তার পাশে উপাধ্যায়ের বাড়ি, মার্টিনবার্ন রোডের বিকু চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো দেখতে কলকাতা থেকেও দর্শনার্থীরা আসেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE