বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনার প্রতিবাদে সেই বাইকটিকে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়েরা। অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই পথ দুর্ঘটনা। রবিবার উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার ঘটনা।
সংগ্রামপুরের কাটিয়াহাট রোডের তেঘরিয়া এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বেপরোয়া ভাবে এক বাইক আরোহী পথচারীকে ধাক্কা মারে। যার জেরে পথচারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম অনুপ মণ্ডল (৪২)।
আরও পড়ুন:
বাইক পোড়ানোর মুহূর্ত। — নিজস্ব চিত্র।
মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়েরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাইকটি জ্বালিয়ে পথ অবরোধও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।