প্রতিবেশীর মোটরবাইকে চেপে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল সাত বছরের এক বালক-সহ ওই পড়শির। বৃহস্পতিবারসকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার কাচবাগান এলাকায়। মৃতেরা হলেন সোহেল শেখ (২৪) এবং উমর মল্লিক (৭)। দু’জনেই জয়চণ্ডীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। স্থানীয়চকমানিক রামকৃষ্ণ পাঠমন্দির স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত উমর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সোহেলের বাইকে চেপে স্কুলে যাচ্ছিল উমর। বাইকটি বাখরাহাট থেকে বাওয়ালির দিকে যাচ্ছিল। ওই পথেই যাচ্ছিল একটি পণ্যবাহী লরি। লরিটিকে ডান দিক দিয়ে পাশ কাটাতে গিয়ে খারাপ রাস্তায় কোনও ভাবে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সোহেল। রাস্তায় ছিটকে পড়েন তিনি এবং উমর। সেই সময়ে লরিটির চাকা দু’জনকে পিষে দেয়।গুরুতর জখম অবস্থায় সোহেল ও উমরকে স্থানীয় মুচিশা লক্ষ্মীওয়ালা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে জানান।
দুর্ঘটনার পরে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় দীর্ঘ কয়েক মাস ধরে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। যার জেরে তৈরি হয়েছে ছোট-বড় অজস্র গর্ত। অভিযোগ, এ দিন ওই গর্তে পড়েই দ্রুত গতিতে থাকা বাইকের নিয়ন্ত্রণ হারান চালক। গোলমালের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। পুলিশ জানিয়েছে, লরিটি আটক করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)