পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অ্যাপ-বাইক চালকের। গুরুতর আহত হয়েছেন অ্য়াপ-বাইকের মহিলা যাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলার মোল্লারগেট খালপোলের কাছে, বজবজ ট্রাঙ্ক রোডে। পুলিশ সূত্রের খবর, মৃত বাইকচালক মহেশতলার আক্রার মাগুরার মিরপাড়ার বাসিন্দা মহম্মদ রিয়াজউদ্দিন মির। আহত মহিলা যাত্রী নুঙ্গির ধর্মতলার বাসিন্দা স্বাগতা চট্টোপাধ্যায়। তিনি পেশায় চিকিৎসক।
স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে অ্যাপ-বাইক বুক করে স্বাগতা বাটানগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। মোল্লারগেট খালপোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি খালপোলের গার্ডওয়ালে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন চালক। রাস্তার উপরে ছিটকে পড়েন স্বাগতাও। এর পরে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক রিয়াজউদ্দিনকে পিষে দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাইকচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় মহেশতলা ট্র্যাফিক গার্ডের পুলিশ ও জিঞ্জিরাবাজার তদন্ত কেন্দ্রের আধিকারিকেরা। পুলিশ মোটরবাইকটি থানায় নিয়ে যায়। ওই ট্রাক এবং সেটির চালকের খোঁজ শুরু করা হয়েছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)