Advertisement
E-Paper

‘কেন্দ্রে কুস্তি, পঞ্চায়েতে দোস্তি’! কংগ্রেস-বিজেপি ‘জোট প্রার্থী’কে জেতাতে প্রচার বনগাঁয়

যেখানে কংগ্রেস প্রার্থী দাঁড় করিয়েছে, সেখানে বিজেপি কাউকে মনোনয়ন দেয়নি। একটি পোস্টারে লেখা, ‘‘কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থী পবিত্র সর্দার এবং শিল্পী বালাকে জয়যুক্ত করুন।’’

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৭:২২
Row over Congress and BJP candidate’s poster in Bongaon

কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার ফ্লেক্স। —নিজস্ব চিত্র।

সম্প্রতি পটনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশাপাশি বসে বৈঠক করেছেন। এই বিজেপি বিরোধী জোট তৈরির আয়োজনকে কটাক্ষ করেছে বিজেপি। কিন্তু বাংলার পঞ্চায়েত ভোটে সেই অভিযোগই বুমেরাং হয়ে এল তাদের বিরুদ্ধে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি দেওয়াল লিখনের ছবি ভাইরাল হয়েছে। যেখানে একই জায়গায় দেখা যাচ্ছে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর নাম। বলা হচ্ছে, তাঁরা জোট প্রার্থী। বস্তুত, বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথে ভোটারের সংখ্যা বেশি হওয়ায় গ্রামসভায় দু’টি কেন্দ্র। তার একটিতে বিজেপির প্রার্থী হয়েছেন শিল্পী বালা। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেয়নি। অন্য একটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছেন পবিত্র সরদার। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেয়নি।

পঞ্চায়েতের যে আসনে কংগ্রেস প্রার্থী দাঁড় করিয়েছে, সেখানে বিজেপি কাউকে মনোনয়ন দেয়নি। অন্য দিকে, যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে সেখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে না। ভাইরাল হওয়া একটি পোস্টারে লেখা, ‘‘কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থী পবিত্র সর্দার এবং শিল্পী বালাকে জয়যুক্ত করুন।’’

এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি এবং কংগ্রেসের তলায় তলায় বোঝাপড়া রয়েছে বলে দাবি করেন, তারই স্পষ্ট প্রমাণ এই দেওয়াল লিখন এবং প্রচার। তৃণমূল নেতৃত্বের কথায়, ‘‘উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথে বিজেপি এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করছে। এটাই কেন্দ্রে কুস্তি এবং বাংলায় দোস্তির (বন্ধুত্ব) বড় প্রমাণ।’’ যদিও কংগ্রেস এবং বিজেপি, উভয়পক্ষের দাবি, তারা এমন কোনও ফ্লেক্স টাঙায়নি। এমন কোনও দেওয়াল লিখন করেনি এবং জোট করার প্রশ্নই নেই। বিজেপি প্রার্থী বলছেন, তিনি এমন একটি পোস্টার দেখেছেন। কিন্তু এ নিয়ে তিনি কিছু জানেন না। তবে কংগ্রেসের সঙ্গে তাঁদের গোপন বোঝাপড়া নেই।

এ নিয়ে কংগ্রেস প্রার্থী বলেন, ‘‘আমরা দলীয় ভাবে কোনও জোট করিনি। যা করার গ্রামের মানুষ করেছেন।’’ বিজেপি প্রার্থী শিল্পী বালার কথায়, ‘‘কংগ্রেসের সঙ্গে জোট করিনি। দল আমাকে প্রার্থী করেছে। এ ছাড়া এই বিষয়ে কিছু বলতে পারব না।’’ অন্য দিকে, তৃণমূল প্রার্থী সবিতারানি বিশ্বাস বলছেন, ‘‘কংগ্রেস এবং বিজেপির জোট হওয়ায় তৃণমূলের ক্ষতি হবে।’’

এই দেওয়াল লিখন এবং ‘গোপন বোঝাপড়া’র অভিযোগ প্রসঙ্গে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, ‘‘এমন কোনও জোট হয়নি। আমরা আগেই বলেছি, যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি, সেখানেও ‘নো ভোট টু মমতা’ হবে। হয়তো সেখানে ‘নো ভোট টু মমতা’র জন্য সাধারণ মানুষ এটাই বেছে নিয়েছেন। তবে আমরা দলীয় ভাবে কংগ্রেসের সঙ্গে কোনও জোট করিনি।’’

West Bengal Panchayat Election 2023 BJP Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy