Advertisement
E-Paper

পোঁতা হচ্ছে মরা মুরগি, চলছে মাইকে প্রচারও

বাদুড়িয়ায় মরা মুরগির কারবার নিয়ে শোরগোল শুরু হওয়ায় এ দৃশ্যও দেখা গেল মঙ্গলবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০১:২৮
তৎপরতা: মঙ্গলবার বাদুড়িয়ায় ছবিটি তুলেছেন নির্মল বসু।

তৎপরতা: মঙ্গলবার বাদুড়িয়ায় ছবিটি তুলেছেন নির্মল বসু।

মরা মুরগি চুন-ব্লিচিং ছড়িয়ে মাটি পুঁতে দিচ্ছেন কিছু পোলট্রি ব্যবসায়ী। বাদুড়িয়ায় মরা মুরগির কারবার নিয়ে শোরগোল শুরু হওয়ায় এ দৃশ্যও দেখা গেল মঙ্গলবার।

এ দিন তারাগুনিয়ার চরপাড়ায় গিয়েছিলেন বাদুড়িয়া পুরসভার স্যানেটারি অ্যাসিস্ট্যান্ট রামপ্রসাদ বিশ্বাস। তাঁকে পোলট্রি ব্যবসায়ী শচিদানন্দ মণ্ডল জানিয়েছেন, মরা মুরগি বিক্রি আর করবেন না। পুঁতেও দিচ্ছেন সে সব।

দেরিতে হলেও মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে বাদুড়িয়া পুরসভাও। পুরপ্রধান তুষার সিংহ জানান, সব পোলট্রি ট্রেড লাইসেন্স ছাড়াই চলছিল, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। প্রয়োজনে এফআইআর করা হতে পারে। তুষারবাবু বলেন, ‘‘পোলট্রি থেকে মরা মুরগি বিক্রি করা যাবে না। সে সব মাটিতে পুঁতে ফেলতে বলা হয়েছে ব্যবসায়ীদের। না হলে লাইসেন্স বাতিল করা হবে।’’

বাদুড়িয়া পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় ১০-১২ হাজার পোলট্রি আছে। পুর এলাকার মধ্যেই চলে বেশির ভাগ ব্যবসা। রোগে ভুগে বা অন্য কারণে মরে যাওয়া মুরগি অল্প টাকায় কেনাবেচা করছিল কিছু লোক। একটি স্বেচ্ছাসেবী সংগঠন তা নিয়ে সরব হওয়ায় এখন নড়েচ়ড়ে বসেছে পুলিশ-প্রশাসন। পুরসভার স্যানেটারি ইন্সপেক্টর তনয়কান্তি রায় বলেন, ‘‘মরা মুরগি বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। কেউ কেউ সস্তায় সেই মুরগি কিনে ফর্মালিনে চুবিয়ে শহরের বাজারে চালান করছে। পুর কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলতেই এখন দেখা যাচ্ছে, অধিকাংশই ট্রেড লাইসেন্স ছাড়া পোলট্রির ব্যবসা চালাচ্ছেন।’’

এ দিকে, মরা মুরগির কারবার নিয়ে প্রশাসনকে সাহায্য করা হচ্ছে না বলে বাদুড়িয়ার প্রাণিসম্পদ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিডিও সুপর্ণা বিশ্বাস। তিনি বলেন, ‘‘পুলিশ ইতিমধ্যেই মরা মুরগি এবং সরঞ্জাম আটক করেছে। অথচ, মরা মুরগি বিক্রির কথা জানালে ১৭টি জায়গায় তদন্ত করে কিছু পাওয়া যায়নি বলে প্রাণিসম্পদ দফতর থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।’’

বাদুড়িয়ায় মরা মুরগি বিক্রি বন্ধে পুর কর্তৃপক্ষের তরফে লিফলেট ছড়িয়ে এবং মাইক প্রচার চলছে। তবে কেন এখনও পর্যন্ত বেআইনি কারবারিদের কাউকে ধরা গেল না, তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Baduria Chicken বাদুরিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy