দিন কয়েক আগে ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল মণ্ডলের সমর্থনে দলের কর্মীদের বৈঠক ডেকেছিলেন ক্যানিং ১ ব্লক যুব তৃণমূলের সভাপতি পরেশরাম দাস। সেই বৈঠকে শ্যামলবাবুকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করে বিক্ষোভ দেখায় দলের একাংশ। প্রার্থী বদলেরও দাবি ওঠে। বৃহস্পতিবার দুপুরে ক্যানিঙের বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে ওই কর্মিসভার পাল্টা সভার আয়োজন হয়েছিল ব্লক তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ির উদ্যোগে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। প্রার্থী শ্যামল মণ্ডল, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল (নস্কর), পরেশরাম দাস প্রমুখ। শোভনবাবু বলেন, ‘‘আমার সঙ্গে শৈবালদা, শ্যামল মণ্ডল বা পরেশের মতপার্থক্য হতে পারে। কিন্তু জেনে রাখবেন, মতান্তর মনান্তর নয়। দলকে সুষ্ঠু ভাবে চালাতে গেলে এটা হতে পারে। কিন্তু কেউ ব্যক্তিগত কারণে দলকে ব্যবহার করবে, তা হবে না। কেউ দলের ঊর্ধ্বে নয়।’’ শৈবালবাবুকে প্রার্থীর নির্বাচনী কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন শোভন। আরও জানান, ওয়ার্কিং চেয়ারম্যান হিসাবে থাকছেন পরেশরাম ও রহিমা লস্কর।