Advertisement
০৫ মে ২০২৪

গাড়ির গতি মাপতে রাস্তার বাঁকে যন্ত্র

রাস্তা একটু ফাঁকা পেলেই গতি বাড়ান গাড়ি-চালকেরা। তার জেরে দুর্ঘটনাও ঘটে। সেই গতিতে লাগাম পরাতে তৎপর হল পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় কিছুদিন ধরে রাস্তার নানা বাঁকে, গাছের আড়ালে, খুঁটির পাশে বসানো হচ্ছে গতি মাপার যন্ত্র বসানো শুরু হয়েছে।

গতি-মাপার-যন্ত্র: ব্যারাকপুরে। ছবি: বিতান ভট্টাচার্য

গতি-মাপার-যন্ত্র: ব্যারাকপুরে। ছবি: বিতান ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ০২:০৪
Share: Save:

রাস্তা একটু ফাঁকা পেলেই গতি বাড়ান গাড়ি-চালকেরা। তার জেরে দুর্ঘটনাও ঘটে। সেই গতিতে লাগাম পরাতে তৎপর হল পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় কিছুদিন ধরে রাস্তার নানা বাঁকে, গাছের আড়ালে, খুঁটির পাশে বসানো হচ্ছে গতি মাপার যন্ত্র বসানো শুরু হয়েছে। বাড়তি গতির জন্য চালকদের জরিমানাও হচ্ছে দেদার।

এর মধ্যেই বেশ সাড়া ফেলেছে যন্ত্রটি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজ ছাড়া গাড়ি চালানোয় যত জরিমানা হয়, তার থেকে অনেক বেশি জরিমানা হচ্ছে এই গতি মাপার যন্ত্রে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার সুব্রত মিত্র বলেন, ‘‘নির্দিষ্ট জায়গায় যন্ত্রটি থাকলে অধিকাংশ চালক ওইটুকু জায়গাতেই হয়তো গতি কমাবেন। তাই নানা জায়গায় যন্ত্রটি বসানো হচ্ছে।’’ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্তারা জানান, এই ধরনের আরও কয়েকটি যন্ত্র কেনার পরিকল্পনা হয়েছে।

যন্ত্রটি দেখতে অনেকটা পুরনো বক্স ক্যামেরার মতো। তেপায়ার উপর ছোট্ট এই যন্ত্রে দৃশ্যমানতার মধ্যে থাকা প্রতিটি গাড়ির প্রতি সেকেন্ডের গতি ভেসে ওঠে। সেটি রেকর্ডও হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন রাস্তার ধারে ট্রাফিক পুলিশ কর্মীরা ওই যন্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়ছেন। দূর থেকে দেখলে মনে হয় পূর্ত ও সড়ক বিভাগের কর্মীরা বুঝি রাস্তার মাপজোক করছেন।

পুলিশ কর্মীরাও জানান, শিল্পাঞ্চলে এমনিতেই গাড়ির ভিড় থাকে। এক্সপ্রেসওয়েতেও মাঝেমধ্যে গাড়ির চাপ বাড়ে। কিন্তু ফাঁকা পেলেই চালকেরা গতি বাড়ান। তাই এই পোর্টেবল গতি মাপার যন্ত্রের ব্যবস্থা। রাস্তার ধারে একটু গাছের আড়ালে দাঁড়ালে চালকরা চট করে বুঝতেও পারেন না যে তাঁদের গাড়ির গতি মাপা হচ্ছে তাঁদের অজান্তেই। তার পরেই ওয়াকিটকিতে খবর চলে যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছে। রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে জরিমানা করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। চালকেরা কেউ গতি নিয়ে তর্ক করলে ওই যন্ত্রের সামনে এনে দেখিয়েও দেওয়া হয় কত গতিতে চলছিল তাঁর গাড়ি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় আগেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে। এ বার বসল গতি মাপার যন্ত্র। পথ নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Speed Speedometer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE