Advertisement
২৭ এপ্রিল ২০২৪

স্বচ্ছ শারদ সম্মান দক্ষিণ ২৪ পরগনায়

মিশন নির্মল বাংলার নজরদারি শারদ উৎসবেও। দক্ষিণ ২৪ পরগনার ২৯টি ব্লকে পুজো কমিটিগুলিকে নিয়ে ‘স্বচ্ছ শারদ সম্মান’ পুরস্কার ঘোষণা করা হয়েছে। মূলত পরিচ্ছন্ন মণ্ডপের উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। পুজো কমিটির তরফে দর্শনার্থীদের মধ্যে স্বচ্ছতা নিয়ে প্রচারের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতাও থাকছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০১:৪৬
Share: Save:

মিশন নির্মল বাংলার নজরদারি শারদ উৎসবেও। দক্ষিণ ২৪ পরগনার ২৯টি ব্লকে পুজো কমিটিগুলিকে নিয়ে ‘স্বচ্ছ শারদ সম্মান’ পুরস্কার ঘোষণা করা হয়েছে। মূলত পরিচ্ছন্ন মণ্ডপের উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। পুজো কমিটির তরফে দর্শনার্থীদের মধ্যে স্বচ্ছতা নিয়ে প্রচারের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতাও থাকছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনটি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হবে।

প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘বহু পুজো মণ্ডপ রয়েছে, যেখানে মেলার আয়োজন হয়ে থাকে। তা ছাড়া, পুজোর পরে এলাকায় আবর্জনা জমা হয়। তা সময় মতো সাফাই করা হয় না। এই বিষয়গুলিকেও নজরে রাখা হবে। তারপরেই পুরস্কার দেওয়া হবে।’’

জেলাশাসক পিভি সালিম বলেন, ‘‘স্বচ্ছতা অভিযানের উপরে রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে। সে কারণেই শারদ উৎসবে পুজো কমিটিগুলির মাধ্যমে স্বচ্ছতা অভিযানের প্রচার করা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

South 24 Parganas Swachh Sharad Samman Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE