Advertisement
২২ ফেব্রুয়ারি ২০২৪

গাইঘাটায় ডুবে মৃত্যু কিশোরীর

পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। আরেক জনকে পুকুর থেকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০২:১২
Share: Save:

পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। আরেক জনকে পুকুর থেকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা ঠাকুরনগর এলাকার চিকনপাড়া-বটতলা এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌসুমী দাস (১১)। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে পূজা বিশ্বাস। এ দিন দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ির কাছের বাগানে বসে আম খাচ্ছিলেন মৌসুমী, পূজা ও তাদের আরও এক বন্ধু। পাশেই ছিল পুকুর। আম খাওয়ার পরে তারা সেই পুকুরে স্নান করতে নামে। তখনই মৌসুমী ও পূজা পা পিছলে পুকুরে তলিয়ে যেতে থাকে। অন্য বন্ধুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পুকুরে নেমে দু’জনকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৌসুমীকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌসুমী এবং পূজা কেউই সাঁতার জানত না। পুলিশ তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE