মাস তিনেক ধরে বেতন পান না তাঁরা। সংসার চলছে কোনও রকমে। পুজো চলে এল, তবু বেতন মিলছে না— এ নিয়ে ক্যানিং হাসপাতালের অস্থায়ী কর্মীরা অবস্থান-বিক্ষোভ করলেন।
তাঁরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ নিয়ে দরবার করেও কোনও কাজ হয়নি। সোমবার থেকে তাঁরা কাজ বন্ধ করে রেখে অবস্থান শুরু করেন। ফলে হাসপাতালের ওটি, বিভিন্ন ওয়ার্ডে কাজের সমস্যা হয়। মঙ্গলবার অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে কাজ শুরু করেছেন ওই অস্থায়ী কর্মীরা।
প্রায় ১৯ জন অস্থায়ী কর্মী আছেন এখানে। যাঁরা সাফাই কর্মী হিসাবে ওয়ার্ড, ওটিতে কাজ করেন। ওই অস্থায়ী কর্মীরা একটি ঠিকাদার সংস্থার অধীনে। তাঁদের বেতন ওই সংস্থা থেকেই দেওয়া হয়। অভিযোগ, গত তিন মাস ধরে অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না।