Advertisement
E-Paper

চালু হচ্ছে সরাসরি বাস

বাগদার মানুষের যাতায়াতের সমস্যা মেটাতে এগিয়ে এসেছে রাজ্য পরিবহণ নিগম। শীঘ্রই বাগদা থেকে সরাসরি কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু হবে বলে নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। বাগদা-কলকাতার পাশাপাশি পেট্রাপোল থেকে টালিগঞ্জ পর্যন্ত আরও একটি সরকারি বাস চালু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০২:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন বিমল বিশ্বাস। কিছু দিন আগে বাড়ি ফেরার পথে শিয়ালদহ থেকে ট্রেনে বনগাঁ পৌঁছন। তখন রাত প্রায় ১২টা। সারা রাত স্টেশনে কাটিয়ে সকালে বনগাঁ শহর থেকে বাস ধরে ফেরেন বাগদার গ্রামে।

বনগাঁ মহকুমার সীমান্তবর্তী ব্লক বাগদার মানুষের এমন অভিজ্ঞতা নতুন নয়। বাগদা ব্লকের মানুষের দীর্ঘ দিনের মূল সমস্যা যাতায়াতের। বারাসত বা কলকাতায় আসতে হলে বাস, অটো করে প্রথমে বনগাঁ শহরে আসতে হয়। তারপর ট্রেন। সরাসরি যাতায়াতের উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ-বাগদা রেলপথের ঘোষণা করেছিলেন। প্রাথমিক ভাবে সমীক্ষার কাজ শুরু হয়েছিল। তারপরে সব বন্ধ।

বাগদার মানুষের যাতায়াতের সমস্যা মেটাতে এগিয়ে এসেছে রাজ্য পরিবহণ নিগম। শীঘ্রই বাগদা থেকে সরাসরি কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু হবে বলে নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। বাগদা-কলকাতার পাশাপাশি পেট্রাপোল থেকে টালিগঞ্জ পর্যন্ত আরও একটি সরকারি বাস চালু হবে।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এখন বাগদা থেকে বারাসত যাওয়ার সরকারি বাস আছে। এ ছাড়াও বাগদা-বর্ধমান, বাগদা-দিঘা পর্যন্ত বেসরকারি ও সরাসরি বাস পরিষেবা আছে। কিন্তু কলকাতা যাওয়ার সরাসরি কোনও বাস নেই। ভরসা সেই বনগাঁ থেকে ট্রেন। সরাসরি কলকাতা যাওয়ার সরকারি বাস চালু হওয়ার কথা জানতে পেরে খুশি এলাকার মানুষজন।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন বাসটি বাগদা থেকে হাওড়া পর্যন্ত যাবে ভায়া ধর্মতলা হয়ে। উত্তর ২৪ পরগনা জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থার সরকারি প্রতিনিধি গোপাল শেঠ বলেন, ‘‘স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিদের দাবি মেনে পরিবহণ দফতর ওই বাস পরিষেবা চালু করতে চলেছে। আগামী ২১ অগস্ট পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বনগাঁয় সরকারি অনুষ্ঠানে এসে বাস পরিষেবার উদ্বোধন করবেন।’’ গোপালবাবু জানান, কলকাতার সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর পেট্রাপোল-টালিগঞ্জ বাসটি উল্টোডাঙা, সায়েন্স সিটি, কসবা, হয়ে টালিগঞ্জ পৌঁছবে।

কাজের প্রয়োজনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ পেট্রাপোলে আসেন। বাংলাদেশি যাত্রীরাও চিকিৎসা-সহ নানা প্রয়োজনে কলকাতায় আসেন। নতুন বাসটি চালু হলে পেট্রাপোলের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ আরও উন্নত হবে। এখন বেসরকারি পরিবহণ সংস্থার কয়েকটি বাস মূলত বাংলাদেশি যাত্রীদের নিয়ে বন্দর থেকে কলকাতায় যাতায়াত করে। সাধারণ যাত্রীদের সেই বাসে যাতায়াতের সুযোগ কম। ফলে সরকারি বাস চালু হলে সাধারণ মানুষেরও উপকার হবে। হেলেঞ্চার প্রশান্ত বিশ্বাস, রাম মণ্ডল, শিউলি বিশ্বাসের প্রতিক্রিয়া, ‘‘বাস চালু হলে ঝক্কি কমবে। সহজে কলকাতা যেতে-আসতে পারব। সময় ও টাকা দুই-ই বাঁচবে।’’

State Transport Corporation Transportation Bagda রাজ্য পরিবহণ নিগম বাগদা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy