জগদ্দলের তৃণমূল নেতা অশোক সাউয়ের খুনের তদন্তে আর রাজ্য পুলিশের উপরে ভরসা রাখতে পারছে না তাঁর পরিবার। শুক্রবার পুলিশি তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানিয়ে এনআইএ তদন্তের দাবিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হবেন বলে জানালেন অশোকের পরিজন। নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তাঁরা। ফলে অস্বস্তিতে শাসক দল।
গত বুধবার জগদ্দল থানার পাশে ঘোষপাড়া রোডের ধারে গুলি করে অশোককে খুন করা হয়। তদন্তে ‘সিট’ গঠন করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় গাড়িতে ঘুরে বেড়াচ্ছে বাকি অভিযুক্তেরা।
নিহতের দাদা প্রদীপ বলেন, ‘‘এই পুলিশের উপর ভরসা থাকবে কী ভাবে? আমরা এনআইএ তদন্ত চাই। রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সবটা জানাব।’’ নিহতের ভাই কিশোরের বক্তব্য, ‘‘প্রকৃত খুনিদের মাথায় উপরে প্রভাবশালী কারও হাত আছে। অভিযুক্তেরা ঘুরে বেড়াবে, এটা মেনে নেব না। এনআইএ চাইব তিন দিন দেখে।’’ ব্যারাকপুর কমিশনারেটের এক আধিকারিক অবশ্য দাবি করেছেন, ‘‘তদন্তের জাল অনেকটাই গুটিয়ে আনা হয়েছে।মূল অপরাধীদের ধরা পড়া শুধু সময়ের অপেক্ষা।’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)