তিন মাসের অন্তঃসত্ত্বা এক ইটভাটা শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর২৪ পরগনায়। দিন তিনেক আগে ভাটা চত্বরে ঝুপড়ি-ঘরে ঢুকে দু’জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। হামলায় তাঁর গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে বলে দাবি ওই মহিলার। সোমবার থানায় গণধর্ষণের অভিযোগ করেন তিনি। জেলা পুলিশের এক কর্তা জানান, অভিযুক্তদের খোঁজ চলছে। শারীরিক পরীক্ষার জন্য পুলিশ মহিলাকে এ দিন হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রের খবর,মহিলার সন্তান নষ্ট হয়েছে কি না,দেখা হচ্ছে। বছর তেইশের ওই মহিলার স্বামী কাজে অধিকাংশ সময় বাইরে থাকেন। সে রাতে ঘরে একাই ছিলেন মহিলা। অভিযোগ, রাতের অন্ধকারে দু’জন ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। কাউকে কিছু জানালে, প্রাণে মারার হুমকিও দেয়।
মহিলা বলেন, “ওদের বার বার বলি আমি অন্তঃসত্ত্বা। তার পরেও ছাড়েনি। ওরা চলে যাওয়ার পরে মনে হয়, গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে। এতটাই অসুস্থ হয়ে পড়ি, তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। পরে একটু সুস্থ হয়ে থানায় আসি।” মহিলা জানান, তাঁর স্বামী বাড়ি ফিরে গণধর্ষণের কথা জানতে পেরে তাঁকে ছেড়ে চলে যান।
দুই অভিযুক্তের এক জনকে ইটভাটায় কাজের সূত্রে কয়েক মাস ধরে তিনি চেনেন বলে পুলিশকে জানিয়েছেন মহিলা। দাবি, অন্য জন তাঁর অপরিচিত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)