বকখালি বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পরিবার। একটি মোটরবাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন জন। আহতেরা সবাই একই পরিবারের বলে খবর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটিঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অমিত মণ্ডল নামে এক ইউটিউবার। তাঁর মামা গোবিন্দ ও মামি তাপসী মণ্ডলও চোট পেয়েছেন। মামা-মামিকে নিয়ে বকখালিতে বেড়াতে যাওয়ার পথে কাকদ্বীপের জেটিঘাট সংলগ্ন এলাকায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে অমিতের বাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন অমিত। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। বাইকের বাকি দুই সওয়ারিও আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
প্রথমে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। কিন্তু অমিত এবং তাঁর মামার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু’জনকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।