মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় অনেক টানাপড়েনের পরে শুক্রবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের বাবা রহিত হালদার। তাঁর ছেলে সুশান্তকে খুনের ঘটনায় জড়িত তৃণমূল নেতা গোপাল মাঝি-সহ ১৩ জনের বিরুদ্ধে বারুইপুরের এসডিপিও-র কাছে অভিযোগ দায়ের করেন তিনি। ওই অভিযোগপত্র পাঠানো হয় কুলতলি থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলির ১ নম্বর মধুসূদনপুর গ্রামের বাসিন্দা সুশান্ত হালদার ও তাঁর পরিবারের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ তুলে গত ১২ ডিসেম্বর সালিশি বসে গ্রামে। নিহত যুবকের বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, কুলতলির তৃণমূলের ব্লক সভাপতি গোপালের নেতৃত্ব ওই সভা চলাকালীন তিন ছেলেকে লাঠির, লোহার রড দিয়ে পেটানো হয়। জখম অবস্থায় বাড়ি ফেরে সকলে। পর দিন গুরুতর জখম সুশান্তকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
রহিতবাবু লিখিত অভিযোগে আরও জানিয়েছেন, এ বিষয়ে থানায় যেতে তৃণমূল নেতারা বাধা দিচ্ছিলেন। নানা ভাবে হুমকিও চলছিল। পরে ওই পরিবারে পাশে দাঁড়ায় বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ ও গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।