Advertisement
০৭ মে ২০২৪
Chiranjeet Chakraborty

তৃণমূলে সবাই রাজা হতে চাইছেন, নিয়ম মানছেন না, দলের ‘সমস্যা’ নিয়ে সরব বিধায়ক চিরঞ্জিৎ

দুর্নীতি প্রসঙ্গে চিরঞ্জিতের বক্তব্য, ‘‘চালে দু-চারটে কাঁকর থাকতে পারে। কিন্তু চালটা খাব না, এটা হয় না। চাল তো খেতেই হবে।’’ এ-ও জানালেন, তিনি ফোন করলেও কখনও ইডি-সিবিআই বাড়িতে যাবে না।

বিজয়া সম্মিলনীতে তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ।

বিজয়া সম্মিলনীতে তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৭:০২
Share: Save:

কিছু মানুষ নীতি মানছেন না। দলের অনুশাসন মানছেন না। তাঁদের জন্য সমস্যায় পড়ছে দল। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ ওরফে দীপক চক্রবর্তী। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সূত্র ধরে বারাসতের বাসিন্দা তাপস মণ্ডলের বাড়ি গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ নিয়েও মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক।

শনিবার বামনগাছিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে চিরঞ্জিৎ বলেন, ‘‘ইডি শিকড়ের খোঁজে বারাসতে এসেছিল। কিন্তু আমার বারাসতে কোনও কলঙ্ক নেই।’’ শনিবার তাপসের মণ্ডলের বাড়িতে ইডি অভিযান নিয়ে চিরঞ্জিতের সংযুক্তি, ‘‘ইডি তো তাদের কাজ করবেই। এই বিষয়ে কিছু বলার নেই। তবে ইডি বারাসতের জন্য আসেনি। একটা কানেকশনে (সম্পর্ক) এসেছে। যাকে ধরার জন্য ইডি এসেছে, তার কিছু সম্পত্তি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।’’

তৃণমূল বিধায়ক আবার এ-ও বলছেন, কয়েক জনের জন্য অসুবিধায় পড়ছে দল। তিনি বলেন, ‘‘সবাই রাজা হতে চাইছেন। কেউ নীতি মানতে চাইছেন না। এটাই হচ্ছে প্রবলেম (সমস্যা)। যে মানুষরা নীতি মানতে চাইছে না, তাদের মধ্যেই এগুলো (দুর্নীতি?) হচ্ছে। ইডি তাদের পিছনেই দৌড়বে।’’ তবে তৃণমূলের বড় অংশই এ সবে নেই বলে দাবি করেছেন চিরঞ্জিৎ। বলেন, ‘‘রাজা যে হতে চাইছে না— যেমন আমি ইডি, সিবিআইকে কালই ফোন করে কথা বলতে পারি। ডাকতে পারি। বলতে পারি আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে মিষ্টি খাবেন। কিন্তু আমি নিশ্চিত তা-ও আসবে না।’’ দলের নেতা-কর্মীদের বার্তা দিয়ে বিধায়ক বলেন, ‘‘একটু ভাল থাকলেই হয়, কোনও অসুবিধা নেই।’’

তবে শিক্ষক নিয়োগে দুর্নীতি কিংবা পাচার-কাণ্ডে প্রভাবশালীদের নাম জড়ানো বা গ্রেফতারির কোনও প্রভাব আগামী পঞ্চায়েত ভোটে পড়বে না বলে মনে করেন চিরঞ্জিৎ। জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে মানুষ আস্থা রাখবেন। পাশাপাশি দুর্নীতি প্রসঙ্গে চিরঞ্জিতের বক্তব্য, ‘‘চালে দু’চারটে কাঁকর থাকতে পারে। কিন্তু চালটা খাব না, এটা হয় না। চাল তো খেতেই হবে। সেদ্ধ করে।’’ আবার কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আমাদের কাছে একটা লাঠি আছে। যার নাম সিআইডি। ওদের কাছে দু’টি রিভলভার আছে— ইডি আর সিবিআই। তাই লাঠি নিয়ে ওদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chiranjeet Chakraborty TMC MLA TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE