Advertisement
১৫ মে ২০২৪

‘আমাদের দলেও চোর আছে’, সহজ স্বীকারোক্তি শোভনদেবের, বললেন, পার্থ অন্যায় করেছেন

তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘যে দল বলবে তার দলে চোর নেই, তাদের পার্টি অফিসে ঝাঁট দেব।’’ পার্থ-প্রসঙ্গ তুলে এনে শোভনদেব জানান, তিনি দুঃখিত এবং মর্মাহত।

সোদপুরে পার্থ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব।

সোদপুরে পার্থ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সোদপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬
Share: Save:

সমস্ত রাজনৈতিক দলে ‘চোর’ আছে। এবং সেটাই স্বাভাবিক বলে মনে করেন তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রাক্তন বিধায়কের সহজ স্বীকারোক্তি, ‘‘আমাদের দলেও চোর আছে তো। চোর সব দলে আছে।’’

শনিবার উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খড়দহের বিধায়ক শোভনদেব। সেখানে তৃণমূলের প্রবীণ নেতার বক্তব্য, ‘‘যে দল বলবে তার দলে চোর নেই, তাদের পার্টি অফিসে আমি ঝাঁট দেব।’’

পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ওই অনুষ্ঠান থেকে শোভনদেব শুধু এটাই বলেননি, তিনি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেও সমালোচনা করেছেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রীকে নিয়ে শোভনদেবের মন্তব্য, ‘‘পার্থ অন্যায় করেছেন। তার শাস্তি তিনি পাবেন। এখানে দল তাঁর পাশে দাঁড়াবে না।’’

শোভনদেবের সংযোজন, ‘‘পার্থকে আমি হাতে ধরে রাজনীতিতে নিয়ে এসেছি। পার্থের এই দুর্নীতির ঘটনায় আমি দুঃখিত এবং মর্মাহত।’’ এর পরে অবশ্য বিজেপির সমালোচনা করেন তৃণমূল বিধায়ক। পার্থের বিরুদ্ধে দুর্নীতি প্রসঙ্গে তিনি তুলে আনেন ঋণখেলাপি এবং পলাতক মেহুল চোক্সীর প্রসঙ্গ। বলেন, ‘‘কী ভাবে এঁরা দেশ থেকে বেরিয়ে গেল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE