Advertisement
১৮ মে ২০২৪

পুলিশ চৌকি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

পুলিশ চৌকি বন্ধের প্রতিবাদে প্রায় ঘণ্টা কয়েক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার সন্দেশখালির বয়ারমারির ঘটনা। সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধের ফলে বাসন্তী হাইওয়েতে গাড়ি চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভের সামনের সারিতে মহিলারাই। —নিজস্ব চিত্র।

বিক্ষোভের সামনের সারিতে মহিলারাই। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৬
Share: Save:

পুলিশ চৌকি বন্ধের প্রতিবাদে প্রায় ঘণ্টা কয়েক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার সন্দেশখালির বয়ারমারির ঘটনা। সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধের ফলে বাসন্তী হাইওয়েতে গাড়ি চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারি ২ পঞ্চায়েতের চুঁচুড়া, খাসশাকদা, কানমারি, শিরিষতলা, শঙ্করদহ, বয়ারমারি এলাকায় খুন, তোলা আদায়, ডাকাতি, ছিনতাই বন্ধ করতে ১৯৭৯ সালে স্থানীয় পঞ্চায়েত অফিসের পাশে পুলিশ চৌকি করা হয়। তারপর এলাকায় দুষ্কৃতী তাণ্ডব কমে বলে স্থানীয় সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে ওই পুলিশ চৌকি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রাজবাড়ি এলাকায় নতুন একটি পুলিশ চৌকি হয়েছে। বয়ারমারির পুলিশ চৌকিটি আপাতত বন্ধের প্রক্রিয়া চলছে। এরই প্রতিবাদে শুক্রবার রাত থেকে বয়ারমারির পুলিশ চৌকির সামনে ভিড় করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল ৭টা নাগাদ তাঁরা ‘পুলিশ চৌকি বন্ধ করা চলবে না’ পোস্টার লিখে বাসন্তীগামী রাস্তা আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, আগে গ্রামে ডাকাতি, ছিনতাই লেগেই থাকত। পুলিশ চৌকি হওয়ার পরে দুষ্কৃতী আনাগোনা কমেছিল। জেলা পুলিশের এক কর্তা জানান, বয়ারমারির চৌকিটি পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে না। আপাতত সেখানে সিভিক ভলান্টিয়ার্স রাখা হবে। পরে ঘটনাক্রম দেখে পুলিশ রাখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic Police chowky
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE