পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় মঙ্গলবার ভোররাতে বারুইপুর থেকে আরও দু’জনকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। ধৃতেরা হলেন সুজিত পণ্ডিত এবং প্রসেনজিৎ পণ্ডিত। ধৃত শম্ভুনাথ পণ্ডিতকে জেরা করে সুজিত এবং প্রসেনজিতের হদিশ পায় পুলিশ।
রবিবার সন্ধ্যায় কাউন্সিলর অনুপম দত্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। তাঁকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এক অভিযুক্ত শম্ভুনাথ পণ্ডিতকে রবিবারই গ্রেফতার করেছে পুলিশ।