ঘোলা থানার অধীন মুড়াগাছার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে সোমবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই কিশোর আরিয়ান মণ্ডল (১৭) এবং রোহন আলির (১৬)। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি মহম্মদ জসিম নামে আরও এক কিশোর। পুলিশ সূত্রের খবর, ওই তিন জন মোটরবাইকেচেপে একটি ধাবায় চা খেয়ে বাড়ি ফিরছিল। খড়দহ থেকে সোদপুরের দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রেলারের পিছনে ধাক্কা মারে বাইকটি। রাস্তায় ছিটকে পড়ে তিন জনই। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরিয়ান এবং রোহনকে মৃত বলে ঘোষণা করা হয়।
কারও মাথায় হেলমেট ছিল না বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ সেই তথ্য যাচাই করে দেখছে। মৃত দুই কিশোরের বাড়ি পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। এই দুর্ঘটনার পরে শোকের ছায়া নেমেছে এলাকায়। পরিবার সূত্রের খবর, সম্প্রতি বাইক কিনে দেওয়ার আবদার করেছিল আরিয়ান। প্রথমে রাজি না হলেও পরে কোনও রকমে টাকা জোগাড় করে পেশায় রাজমিস্ত্রি, তার বাবা বাইক কিনে দেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)