Advertisement
০৪ মে ২০২৪

মহিলার উপরে অ্যাসিড হামলায় অভিযুক্ত মহিলাই

রাত তখন ১০টা। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে। এমন সময় হঠাৎ এক মহিলা আর এক মহিলাকে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০১:১১
Share: Save:

রাত তখন ১০টা। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে। এমন সময় হঠাৎ এক মহিলা আর এক মহিলাকে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগরের ৫ নম্বর ওয়ার্ডের মজিলপুরে। পুলিশ জানিয়েছে, জখম মহিলার নাম উমা চক্রবর্তী। বছর পঁয়ত্রিশের ওই মহিলা কলকাতার বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বাপি মিস্ত্রি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমা মিস্ত্রি নামে যে মহিলা অ্যাসিড ছুঁড়েছিলেন বলে অভিযোগ, তিনি বাপির স্ত্রী। সোমা পলাতক বলে জানিয়েছে পুলিশ। অ্যাসিডে উমাদেবীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে কী অ্যাসিড ছোড়া হয়েছিল, কোথা থেকে তা জোগাড় হয়েছিল, সে সব খতিয়ে দেখছে পুলিশ।

জয়নগরের ৬ নম্বর ওয়ার্ডের মনীষা পৈলানের উপরে অ্যাসিড হামলার রেশ এখনও কাটেনি। ধরা পড়েনি মূল অভিযুক্তেরাও। এর মধ্যেই পারিবারিক বিবাদের জেরে ফের অ্যাসিড হামলায় আক্রান্ত হলেন এক মহিলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাদ চলাকালীন সোমা আচমকা উমাদেবীর উপরে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। অ্যাসিড লাগে উমাদেবীর শরীরের ডান দিকে। রাতেই তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বাঙ্গুরে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

পর পর অ্যাসিড হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জয়নগর-মজিলপুরের পুরপ্রধান সুজিত সরখেল বলেন, ‘‘ফের অ্যাসিড হামলার জন্য আমরা চিন্তিত। বিষয়টি খতিয়ে দেখে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কেন এমন ঘটনা ঘটছে পুলিশ তদন্ত করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Acid attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE