নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ফ্রেজারগঞ্জ থেকে চন্দ্রশেখর বোয়াল নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে পকসো ধারায় মামলাও দায়ের করা হয়েছে। এ দিন তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
টিউশন থেকে ফেরার পথে ধর্ষণ করে খুন করা হয়েছিল কাকদ্বীপের নবম শ্রেণির এক ছাত্রীকে। তাই নিয়ে দীর্ঘ সময় ধরে চাপান উতোর চলে। এখনও মামলা চলছে। তারপর ফের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণির ওই ছাত্রী ফ্রেজারগঞ্জ থানা এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টিউশন পড়তে গিয়েছিল। অভিযোগ, কিছুক্ষণ পর থেকেই স্থানীয় ওই যুবক তার পিছু নেয়। কষতলার কাছে একটি সুনসান মোড়ে তাকে ধরে ফেলে শ্লীলতাহানি শুরু করে চন্দ্রশেখর বলে অভিযোগ। সে সময় মেয়েটি কোনওরকমে দৌড়ে একটি পাড়ার কাছে আসে। যুবকটিও পিছু ধাওয়া করে। তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। মেয়েটি চিৎকার শুরু করলে তার মুখে ওড়না চাপা দেয় ওই যুবক। যদিও সে সময় পাড়ার দু’একজন বেরিয়ে এসে পাকড়াও করে ওই যুবককে। খবর দেওয়া হয় পুলিশে।
বুধবার রাতে মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করে। রাতেই গ্রেফতার হয় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, চন্দ্রশেখরের স্ত্রী দুই ছেলে রয়েছে। এমনিতে সেরকম কোনও কাজ করে না। সে ওই এলাকাতেই থাকে বলে জানা গিয়েছে।