ভয় দেখিয়ে চার নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল গৃহশিক্ষকের ছেলের বিরুদ্ধে। বাসন্তী থানার চড়াবিদ্যার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীদের বাবার অভিযোগের ভিত্তিতে শনিবার বছর আঠারোর দেবজ্যোতি হালদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পঞ্চম শ্রেণির তিন ছাত্রী ও তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের বাড়িতে পড়াতেন এক সরকারি কর্মী। সম্প্রতি তাঁর মেয়ে হাসপাতালে ভর্তি হয়। ছাত্রীদের পড়ানোর সময় পাচ্ছিলেন না তিনি। সে কারণেই ছেলে দেবজ্যোতিকে ওই চার ছাত্রীকে পড়ানোর দায়িত্ব দেন। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দেবজ্যোতি ভয় দেখিয়ে ওই চার ছাত্রীকে মাস খানেক ধরে শ্লীলতাহানি করছিল।