Advertisement
২০ এপ্রিল ২০২৪

অজ্ঞাতপরিচয় অসুস্থ বৃদ্ধের সেবায় যুবকেরা 

স্থানীয় বাসিন্দা সঞ্জয় পালের কথায়, ‘‘ওঁর কথা শুনে মনে হচ্ছে ভদ্রলোক দক্ষিণ ভারতীয়। বৃদ্ধ হাঁটার মতো অবস্থায় নেই। ওষুধ লাগিয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। খাবারের ব্যবস্থাও করা হয়েছে।’’

সেবা: হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বৃদ্ধকে। নিজস্ব চিত্র

সেবা: হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বৃদ্ধকে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০৩:০৭
Share: Save:

অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন হিঙ্গলগঞ্জের কয়েকজন যুবক।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জ বাজার। গত চার দিন ওই বাজারের মধ্যে অসুস্থ হয়ে পড়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ। কেউ খেতে দিলে তবেই তাঁর খাওয়া জুটছিল। শীতের রাতে ছিন্নভিন্ন পোশাকে পড়ে থাকা অসুস্থকে দেখতে গিয়ে বুধবার কয়েকজন লক্ষ করেন, তাঁর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তখনই ওই যুবকরা তাঁকে রিকশায় তুলে হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয় বৃদ্ধের মাথায়। পরে ন’নম্বর সান্ডেলেরবিল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয় বছর সত্তরের ওই বৃদ্ধকে।

ছেলেদের চেষ্টায় মেলে নতুন পোশাক, শীতবস্ত্র। ওই বাজারের চায়ের দোকানি আলাউদ্দিন গাজির কথায়, ‘‘এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দারা আগেও এমন কয়েকজন অসুস্থ মানুষকে সুস্থ করে তাঁদের বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছেন। এ দিনও জামাকাপড় ছেঁড়া, হাত-পায়ে কাদা মাখা এবং মাথা ফাটা ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে এলাকার যুবকেরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছেন।’’ স্থানীয় বাসিন্দা সঞ্জয় পালের কথায়, ‘‘ওঁর কথা শুনে মনে হচ্ছে ভদ্রলোক দক্ষিণ ভারতীয়। বৃদ্ধ হাঁটার মতো অবস্থায় নেই। ওষুধ লাগিয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। খাবারের ব্যবস্থাও করা হয়েছে।’’

বিস্কুট কারখানার কর্মী স্থানীয় বাসিন্দা সঞ্জিত মণ্ডল বলেন, ‘‘আপাতত আমরাই বৃদ্ধের দেখাশোনা করব। চিকিৎসা, ওষুধপত্র এবং খাওয়াথাকার ব্যবস্থাও করব। একটু সুস্থ হলে ওঁর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হবে। জানতে পারলে ওঁকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Basirhat Elderly Man Treatment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE