Advertisement
E-Paper

ঋণ অমিল, ক্ষুব্ধ অটো-চালকেরা

ঋণের দাবিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাসন্তী শাখার সামনে অবস্থান বিক্ষোভ করলেন সেখানকার অটো চালকেরা। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন ঘণ্টা প্রায় ২০০ জন চালক ওই বিক্ষোভে যোগ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ০২:২৪

ঋণের দাবিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাসন্তী শাখার সামনে অবস্থান বিক্ষোভ করলেন সেখানকার অটো চালকেরা। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন ঘণ্টা প্রায় ২০০ জন চালক ওই বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্য সরকার পুরনো অটো বাতিল করে নতুন অটো নেওয়ার কথা বলছে। সেই মতো মাস আটেক আগেই পুরনো অটো বাতিল করা হয়েছে। তাঁদের দাবি, প্রশাসন নতুন অটো কেনার জন্য ‘বাংলা স্বনির্ভর কমর্সংস্থান প্রকল্প’ থেকে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছিল। সেই মতো ব্লক প্রশাসনের কাছে ওই ঋণের জন্য আবেদনও করেছিলেন তাঁরা। ব্লক প্রশাসন সূত্রে তাঁরা জানতে পারেন, প্রয়োজনীয় কাগজপত্র সেখান থেকে ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঋণ পাওয়ার জন্য নতুন অ্যাকাউন্ট খুলে ১৮ হাজার টাকা করে প্রাপকদের জমাও রাখতে বলা হয়। মাস পাঁচেক আগে সে সব কাজও মিটে যায়। তবু ঋণ মিলছে না।

বাসন্তীর বিডিওকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিক্ষোভ দেখান হয়েছে। আমাদের তো এ নিয়ে কিছু বলা হয়নি। তাঁরা কেন ঋণ দিচ্ছেন না, তাঁরাই বলতে পারবেন।”

বিক্ষোভকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণের ব্যাপারে কোনও সাড়া-শব্দ করেনি। এ দিকে নতুন অটো না কিনতে পেরে দীর্ঘ দিন যাবত্‌ কাজ বন্ধ থাকছে। চরম আর্থিক সংকটে পড়ছেন চালকেরা। বাসন্তী-গদখালি রুটের অটো ইউনিয়নের সহ সভাপতি কার্তিক দাস বলেন, “সব কছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও ব্যাঙ্কের দ্বিচারিতার কারণে আমাদের মতো গরীব অটো চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা না করলে আমরা লাগাতার অবস্থান বিক্ষোভ করব।”

ব্যাঙ্কের ম্যানেজার সৈকত ধারা অবশ্য এ বিষয়ে বলেন, “ঋণ মঞ্জুর করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনও নির্দেশ না আসায় এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”

basanti loan auto driver southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy