Advertisement
E-Paper

কর্মীদের সংযত থাকতে নির্দেশ খাদ্যমন্ত্রীর

আসন্ন বনগাঁ লোকসভা উপ নির্বাচনে ও ২৫টি পুরসভার নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি আদৌ তৃণমূলের প্রতিদ্বন্দ্বী নয় বলেই দাবি করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার বনগাঁ শহরের খেলাঘর মাঠে জেলা মহিলা তৃণমূলের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে জ্যোতিপ্রিয়বাবু বলেন, “বিজেপি এখানে ফ্যাক্টর নয়।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:০৯

আসন্ন বনগাঁ লোকসভা উপ নির্বাচনে ও ২৫টি পুরসভার নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি আদৌ তৃণমূলের প্রতিদ্বন্দ্বী নয় বলেই দাবি করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার বনগাঁ শহরের খেলাঘর মাঠে জেলা মহিলা তৃণমূলের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে জ্যোতিপ্রিয়বাবু বলেন, “বিজেপি এখানে ফ্যাক্টর নয়।’’ তাঁর বক্তব্য, লড়াই কার সঙ্গে, তা ময়দানে দেখা যাবে। বিজেপির উদ্দেশে তাঁর পরামর্শ, “২০৫৬ সালে রাজ্যে তৃণমূলের সঙ্গে বিজেপি লড়াইয়ের প্রস্তুতি নিক।”

দলের মহিলা কর্মীদের আরও সক্রিয় হতে হবে জানিয়ে জ্যোতিপ্রিয় বলেন, “এক জন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আরও সংযত থাকতে হবে। মারের বদলে মার, রক্তের বদলে রক্ত বা খুনের বদলে খুন আমরা চাই না। আপনাকে বুঝতে হবে আপনি কে। রক্তমাখা জামা নিয়ে মানুষের বাড়ি গিয়ে দেখাবেন, তাতেই কাজ হবে।” পাশাপাশি দলের মধ্যে কোনও কোন্দল না থাকার বার্তাও দেন তিনি।

এ দিন খাদ্যমন্ত্রীর এমন ভাষণে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের অনেকেই মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। অনেকের বত্তব্য, কিছু দিন আগে তো উনিই কর্মীদের বলেছিলেন, সিপিএমের সঙ্গে সামাজিক ভাবে কোনও সংস্রব রাখা যাবে না। বিষাক্ত সাপ ঘরে ঢুকলে যা ব্যবহার করেন, সিপিএমের সঙ্গে তেমনই ব্যবহার করবেন’।

রাজনৈতিক মহল ও তৃণমূলের একাংশের মতে, বিজেপি যদি আসন্ন লোকসভা নির্বাচনে কোনও ফ্যাক্টরই না হয়, তা হলে খাদ্যমন্ত্রী আগ বাড়িয়ে কেন তা কর্মীদের বলতে গেলেন? তৃণমূল নেতাদের অনেকেই মনে করছেন,বিজেপির উত্থানে কর্মীরা যাতে মনোবল না হারান সে জন্যই জেলা সভাপতির ওই টোটকা।

এ দিনের সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নির্মল ঘোষ প্রমুখ।

southbengal jyotipriyo mallick bongaon tmc workers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy