ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের অপসারণের দাবিতে হাতে পোস্টার নিয়ে পলিটেকনিক কলেজের ক্লাস বন্ধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়াদের একাংশ। শনিবার এই কলেজে বিক্ষোভের জেরে অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপকেরা কলেজে ঢুকতে পারলেন না। পড়ুয়াদের দাবি, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার তন্ময় বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য একজনকে সেই দায়িত্ব দিতে হবে। কলেজের সাধারন ছাত্রছাত্রীরা তন্ময়বাবুকে চাইছেন না। তাই আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরহরি বিশ্বাস বলেন, ‘‘অ্যাকাডেমিক কাউন্সিলর বৈঠকে ঠিক হওয়ার পর ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের দায়িত্ব দেওয়া হয় তন্ময়বাবুকে। কিন্তু এ ভাবে তো কাউকে অপসারিত করা যায় না।’’