Advertisement
E-Paper

কড়া নিরাপত্তার ঘেরাটোপে ক্যান্টনমেন্ট নির্বাচন

ভোটারের থেকে নিরাপত্তা রক্ষী বেশি। এমনই দৃশ্য দেখা গেল রবিবার ব্যারাকপুর ক্যান্টনমেন্টের নির্বাচনে। এ দিন সকালে সেনাবাহিনী এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ভোট শুরু হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সাতটি ওয়ার্ডে। প্রায় ১৫ হাজার ভোটার মোট ১৬টি বুথে ভোট দেন। শান্তিপূর্ণ ভাবে ভোট শেষ হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৫ ০১:৫৫
পুলিশি নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। নিজস্ব চিত্র।

পুলিশি নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। নিজস্ব চিত্র।

ভোটারের থেকে নিরাপত্তা রক্ষী বেশি। এমনই দৃশ্য দেখা গেল রবিবার ব্যারাকপুর ক্যান্টনমেন্টের নির্বাচনে। এ দিন সকালে সেনাবাহিনী এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ভোট শুরু হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সাতটি ওয়ার্ডে। প্রায় ১৫ হাজার ভোটার মোট ১৬টি বুথে ভোট দেন। শান্তিপূর্ণ ভাবে ভোট শেষ হয়।

ক্যান্টনমেন্টের নির্বাচনে রাজনৈতিক দলগুলি সরাসরি প্রার্থী দিতে পারে না। সে কারণে বিজেপি-র প্রতীক এখানে বই। বাম সমর্থিত নির্দল প্রার্থী হাতুড়ি চিহ্নে দাঁড়িয়েছেন। কংগ্রেস এবং তৃণমূল গরু এবং গোলাপ ফুল চিহ্ন পেয়েছে। তৃণমূলের গোঁজ প্রার্থী বেশি থাকায় সাতটি ওয়ার্ডে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৩৭। নানা ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতির সমীকরণ যে হেতু দ্রুত বদলাচ্ছে, তাই তথাকথিত অরাজনৈতিক ক্যান্টমেন্ট নির্বাচনও এ বার অন্য মাত্রা পেয়েছে।

বুথগুলিতে ভোটারের থেকে পুলিশ, কমব্যাট ফোর্স এবং সেনাবাহিনীর সংখ্যা ছিল বেশি। ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সমর্থিত প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে ক্যান্টনমেন্টের সিইও অমিত রজকের বচসা বাধে নির্বাচনী বিধি নিয়ে।

অন্য দিকে, বিজেপি নেতা অহীন্দ্রনাথ বসু অভিযোগ করেন, প্রতি বার ক্যান্টনমেন্টের নির্বাচন শুধু সেনাবাহিনীকে দিয়ে করানো হলেও এ বার প্রথা ভেঙে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাকর্মীর বদলে স্থানীয় স্কুলের শিক্ষকরা বুথের মধ্যে প্রিসাইডিং এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। তৃণমূল সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করেছে। বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রককে জানানোর কথা বলেন অহীন্দ্রবাবু। সোমবার ব্যারাকপুর সৈনিক সিনেমা হলে ভোট গণনা হবে বলে অমিতবাবু জানান।

barrackpore cantonment election ahindranath basu southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy