Advertisement
E-Paper

খেলোয়াড়দের জন্য বাস নেওয়ায় সমস্যায় পরীক্ষার্থী

সুন্দরবন কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বলে কথা। সরকারি নির্দেশ মেনে অনুষ্ঠানে খেলোয়াড়দের নিয়ে যাওয়ার জন্য বুধবার বিকেল থেকেই রাস্তায় নেমে বহু বাস তুলে নিল পুলিশ। ফলে বৃহষ্পতিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় নাকাল হলেন স্কুল-কলেজের পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নিত্যযাত্রী। বাড়তি ভাড়া গুনে অনেককেই পৌঁছতে হয় গন্তব্যে।

সামসুল হুদা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৯
অনুষ্ঠান মঞ্চে সম্মানিত হলেন খেলোয়াড়েরা। ছবি: শশাঙ্ক মণ্ডল।

অনুষ্ঠান মঞ্চে সম্মানিত হলেন খেলোয়াড়েরা। ছবি: শশাঙ্ক মণ্ডল।

সুন্দরবন কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বলে কথা। সরকারি নির্দেশ মেনে অনুষ্ঠানে খেলোয়াড়দের নিয়ে যাওয়ার জন্য বুধবার বিকেল থেকেই রাস্তায় নেমে বহু বাস তুলে নিল পুলিশ। ফলে বৃহষ্পতিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় নাকাল হলেন স্কুল-কলেজের পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নিত্যযাত্রী। বাড়তি ভাড়া গুনে অনেককেই পৌঁছতে হয় গন্তব্যে।

এ দিন অনুষ্ঠান ছিল জয়নগর থানার নিমপীঠ আশ্রম মাঠে। মুখ্যমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। তবে ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মন্টুরাম পাখিরা, জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ প্রমুখ।

এ বার সুন্দরবন কাপে যোগ দান করেছিল জেলার ১৯টি থানা এলাকার ১১৯৯টি দল। এর মধ্যে ৮৬টি মহিলা ফুটবল দল এবং ১১১৩টি পুরুষ ফুটবল দল। সরকারি ভাবে সুন্দরবন কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমস্ত খেলোয়াড়দের উপস্থিত রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আগাম নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো খেলোয়াড় ও কর্মকর্তাদের ওই অনুষ্ঠানে যথা সময়ে পৌঁছনো, টিফিন ও দুপুরে খাবারের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছিল জেলার বিভিন্ন থানাকে। বিভিন্ন রুট থেকে তুলে নেওয়া হয়েছিল বাস, ট্রেকার, ম্যাজিক গাড়ি।

এ দিন বিভিন্ন কলেজে ছিল বিএ দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষা। জীবনতলা বেগম রোকেয়া মহাবিদ্যালয়-সহ জেলার বিভিন্ন কলেজে চলছে পরীক্ষা।

ক্যানিং মহকুমার বারুইপুর–চুনাখালি, ঝড়খালি-বারুইপুর, গদখালি-বারুইপুর, জামতলা- সোনাখালি, ধামাখালি-মধুখালি, গঙ্গামেলা-ক্যানিং, গোলাবাড়ি-ক্যানিং, ক্যানিং-বারুইপুর, আলিপুর-বাসন্তী সহ বিভিন্ন রুটের বাস এবং বিভিন্ন রুটের ট্রেকার, ম্যাজিক গাড়ি তুলে নেওয়ায় রুটে যাত্রীবাহী গাড়ি খুবই কম চলেছে। যে ক’টি গাড়ি চলেছে, তাতে ছিল বাদুরঝোলা ভিড়।

ক্যানিঙের আইএনটিটিইউসির সম্পাদক সুশীল সর্দার বলেন, ‘‘সরকারি অনুষ্ঠানে পুলিশ বাস চাইলে তো দিতেই হবে। তবে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সব রুটে কিছু করে বাস রেখে দেওয়া হয়েছিল। সব দিক লক্ষ্য করে পরিষেবা ঠিক রাখার চেষ্টা করা হয়েছে।’’ মহকুমা পুলিশের এক অফিসার জানান, সব দিক বিবেচনা করে মহকুমার বিভিন্ন রুট থেকে ৯০টির মতো বাস নেওয়া হয়েছিল। কোথাও কোনও সমস্যা হয়েছে বলে কোন অভিযোগ মেলেনি।

বাস্তব পরিস্থিতি অবশ্য অন্য কথাই বলছে।

জীবনতলা বেগম রোকেয়া কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমনা পুরকাইত বলেন, ‘‘আজ কলেজে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল। রুটে ঠিকমতো গাড়ি ছিল না। বাধ্য হয়ে দেড়শো টাকা দিয়ে রিকশা ভাড়া করে তিন বন্ধু মিলে মঠেরদিঘি থেকে পরীক্ষা দিতে আসি।’’ ক্যানিঙের গোলকুঠি পাড়ার বাসিন্দা সুব্রত মন্ডল বলেন, ‘‘বারুইপুরে একটি কাজে যাব বলে সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু রুটে কোনও বাস না থাকায় বাধ্য হয়ে এক বন্ধুর মোটরবাইক চেয়ে নিয়ে যেতে হয়।’’

পুলিশ সুত্রে জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকার ১০২টি দলকে নিয়ে যাওয়ার জন্য ৩২টি বাস নেওয়া হয়। ক্যানিং থানার ৯৩টি দলকে নিয়ে যাওয়ার জন্য ছিল ৩১টি বাস, বাসন্তী থানার ৬৮টি দলকে নিয়ে যাওয়ার জন্য ১৭টি, গোসাবা থানার ৫৯টি দলকে নিয়ে যাওয়ার জন্য ১৭টি বাস এবং ছোট মোল্লাখালি কোস্টাল থানার ৭৭টি দলের জন্য ১২টি বাস নেওয়া হয় বিভিন্ন রুট থেকে। এ ছাড়া, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য টিফিন, দুপুরের খাবার, জলের বোতলের ব্যবস্থা করতে হয় পুলিশকে। এ জন্য মহকুমার প্রতিটি থানার প্রায় লক্ষাধিক টাকা করে খরচ হয়েছে বলে জানা গিয়েছে। মহিলা খেলোয়াড়দের জন্য রাতে হোটেলে থাকা-খাওয়া এবং তাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয় পুলিশকে। এক পুলিশ অফিসার বলেন, ‘‘এই বিপুল আয়োজন করতে ভাল টাকা খরচ হয়েছে। খেলোয়াড়দের নিয়ে যেতে রীতিমতো রীতিমতো হিমসিম খেতে হয়েছে।’’

এ বারে সুন্দরবন কাপে জেলা চ্যাম্পিয়ান হয়েছে মহিলা ফুটবল দলের বড় মোল্লাখালি আদিবাসী সব্যসাচী সেবা সঙ্ঘ। রানার্স আপ মৈপীঠ কোস্টাল থানার উত্তর বৈকন্ঠপুর নব দিগন্ত নবীন সঙ্ঘ। পুরুষদের খেলায় চ্যাম্পিয়ান নামখানা প্রোগ্রেসিভ ইউনাইটেড স্পোর্টস্ ক্লাব। রানার্স আপ জীবনতলার পারগাঁথি অগ্রণী সঙ্ঘ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy