Advertisement
২৫ এপ্রিল ২০২৪

থানার কাছেই দেওয়াল কেটে চুরি শাসনে

ছেনিতে কাপড় জড়িয়ে নিয়ে তারপর হাতুড়ি মারলে শব্দ হয় না— এই বুদ্ধি কাজে লাগিয়ে থানার সামনে একেবারে বাজারের মধ্যে একটি সোনার দোকানের দেওয়াল কেটে সুড়ঙ্গ কেটে সমস্ত গয়না নিয়ে পালাল চোরেরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শাসন থানার আমিনপুর বাজারে। প্রায় ২০ লক্ষ টাকার মালপত্র খোওয়া গিয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন দোকান মালিক। শাসন থানা থেকে কার্যত ঢিল ছোড়া দূরে আমিনপুর বাজারের উপরে সোনার দোকানটি।

এই গর্ত দিয়েই ঢোকে দুষ্কৃতীরা।

এই গর্ত দিয়েই ঢোকে দুষ্কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০১:১৫
Share: Save:

ছেনিতে কাপড় জড়িয়ে নিয়ে তারপর হাতুড়ি মারলে শব্দ হয় না— এই বুদ্ধি কাজে লাগিয়ে থানার সামনে একেবারে বাজারের মধ্যে একটি সোনার দোকানের দেওয়াল কেটে সুড়ঙ্গ কেটে সমস্ত গয়না নিয়ে পালাল চোরেরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শাসন থানার আমিনপুর বাজারে। প্রায় ২০ লক্ষ টাকার মালপত্র খোওয়া গিয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন দোকান মালিক। শাসন থানা থেকে কার্যত ঢিল ছোড়া দূরে আমিনপুর বাজারের উপরে সোনার দোকানটি।

মালিক আবুশাম মোল্লার বাড়ি রাজারহাটের ভাতুড়িয়াতে। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকাল ৮টা নাগাদ এক কর্মচারী দোকান খুলে দেখতে পান, সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। দোকানের পিছনের দিকের দেওয়াল গোল করে কেটে বাইরে থেকে সুড়ঙ্গ করা রয়েছে। ঘটনাস্থলে আসে পুলিশ। দেখা যায়, সোনা ও রুপোর সমস্ত অলঙ্কারই উধাও। উদ্ধার হয় একটি ছেনি ও এক টুকরো কাপড়। পুলিশ জানিয়েছে, টুকরো কাপড়টি ছেনিতে জড়িয়েই হাতুড়ি দিয়ে দেওয়াল কেটেছে দুষ্কৃতী। তাই কেউ কোনও সাড়াশব্দ পায়নি। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। ছবি: সুদীপ ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

stealing gold shop sasan ps southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE