Advertisement
২০ মে ২০২৪

নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি পাঠালেন অধ্যক্ষ

কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ২০ লক্ষ টাকা চেয়ে তৃণমূল ছাত্র পরিষদ ক’দিন ধরেই কলেজ কর্তৃপক্ষের উপরে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই এক বার ঘেরাও হয়েছেন অধ্যক্ষ। এক বার পুলিশের মধ্যস্থতায় ঘেরাওয়ের পরিকল্পনা বানচাল হয়েছে।

নিজস্ব সংবাদাদতা
হাবরা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৪ ০১:১৯
Share: Save:

কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ২০ লক্ষ টাকা চেয়ে তৃণমূল ছাত্র পরিষদ ক’দিন ধরেই কলেজ কর্তৃপক্ষের উপরে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই এক বার ঘেরাও হয়েছেন অধ্যক্ষ। এক বার পুলিশের মধ্যস্থতায় ঘেরাওয়ের পরিকল্পনা বানচাল হয়েছে। এই পরিস্থিতিতে নিজের ও সহ শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শুক্রবার পুলিশ-প্রশাসন ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিলেন হাবরা শ্রীচৈতন্য কলেজের অধ্যক্ষ ইন্দ্রমোহন মণ্ডল। অধ্যক্ষ নিজে অবশ্য সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। যদিও চিঠির প্রাপ্তি স্বীকার করে পুলিশ জানিয়েছে, অধ্যক্ষ নিরাপত্তা চেয়েছেন। সেই মতো ব্যবস্থা হবে।

এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নানা ঘটনায় অস্থিরতা ছড়িয়েছে কলেজে কলেজে। বেশির ভাগ ক্ষেত্রেই অভিযোগ আঙুল উঠেছে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। যার জেরে পদত্যাগ করতে চেয়েছেন একাধিক অধ্যক্ষ। কেউ কেউ পদত্যাগ করেওছেন। কোথাও ছাত্র ভর্তি নিয়ে অন্যায্য দাবি-দাওয়াকে সামনে রেখে আন্দোলন করেছে তৃণমূল ছাত্র পরিষদ। কোথাও আবার বিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে রক্তারক্তিতে জড়িয়ে পড়েছে।

হাবরার শ্রীচৈতন্য কলেজের ঘটনা অবশ্য রীতিমতো অভিনব। কলেজ সূত্রের খবর, ওই কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কলেজের তহবিল থেকেই ২০ লক্ষ টাকা চেয়েছে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। এত টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অধ্যক্ষ। কিন্তু সে কথা কেউ শুনলে তো! কলেজ সূত্রের খবর, ছাত্র সংসদের দাবি না মানায় বৃহস্পতিবারই ঘেরাও হয়েছেন অধ্যক্ষ। পুলিশ এসে পড়ায় শুক্রবার ঘেরাও হতে হতে হননি।

কী বলছে কলেজ সংসদে ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদ?

অভিযোগ মানতেই চায়নি তারা। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সমীরণ চক্রবর্তী বলেন, “অধ্যক্ষ আমাদের পিতৃসম। আমরাই ওঁর নিরাপত্তা নিশ্চিত করব। ওঁর ভয়ের কিছু নেই।” ভয়েরই যদি কিছু নেই, তা হলে অধ্যক্ষকে বৃহস্পতিবার ঘেরাও করা হল কেন? শুক্রবার ঘেরাওয়ের চেষ্টাই বা কেন করল ছাত্র সংসদ? অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছিল বলে অবশ্য মানতেই চাননি সমীরণ। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য টাকা চাওয়ার অভিযোগও নস্যাত্‌ করেছেন।

পুলিশ ও কলেজের একটি সূত্র অবশ্য জানাচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য টাকা চাওয়ার কথা অধ্যক্ষ সুস্পষ্ট ভাবে চিঠিতে লিখেছেন। আরও জানিয়েছেন, ছাত্র সংসদ তৈরির সময়ে তাদের ৪ লক্ষ ৩২ হাজার টাকা দেওয়া হয়েছিল। খেলাধূলার আয়োজনের পরে তাদের ফান্ডে ৩ লক্ষ ১৬ হাজার টাকা আছে। তারপরেও এই বিপুল পরিমাণ টাকা চাওয়া হচ্ছে। যা দিতে কলেজ কর্তৃপক্ষ অপারগ। অধ্যক্ষ টাকা দিতে না চাওয়ায় তাঁকে নানা ভাবে কটূক্তি করা হচ্ছে বলেও অভিযোগ। মানসিক ভাবে হেনস্থাও করছে কিছু কিছু কিছু ছাত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

habra police southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE