পদ থেকে সরে দাঁড়ালেন গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামালউদ্দিন। মঙ্গলবার দুপুরে কলেজের পরিচালন সমিতির বৈঠকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওই পদ থেকে অবসর নেন।
গত ১৮ জুন ওই কলেজে ছাত্র ভর্তির বিষয় এবং কলেজের বিভিন্ন দুর্নীতি নিয়ে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মন্টু সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক শিবম ভৌমের নেতৃত্বে একদল পড়ুয়া এবং বহিরাগতরা ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিগ্রহ করেছিল বলে অভিযোগ ওঠে। কলেজে ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ ছিল। ওই রাতেই কামালউদ্দিন গোপালনগর থানায় মন্টু এবং শিবমের বিরুদ্ধে অভিযোগ করেন। পর দিন অবশ্য মন্টু এবং শিবম বনগাঁ আদালত থেকে আগাম জামিন পান। ওই ঘটনার পরে মঙ্গলবারই প্রথম কলেজে এসেছিলেন কামালউদ্দিন।
কলেজ পরিচালন সমিতির বৈঠকে পরিচালন সমিতির সভাপতি তথা বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সুরজিৎ বিশ্বাসকে কামালউদ্দিন জানান, ব্যক্তিগত কারণের জন্য তিনি পদ থেকে সরে যেতে চান। পরিচালন সমিতির পক্ষ থেকে তপন রাহা নামে ওই কলেজেরই এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে নিয়োগ করা হয়।
প্রসঙ্গত, গত ৬ মে-ই পদ থেকে সরে দাঁড়ানোর জন্য কামালউদ্দিন সুরজিৎবাবুকে চিঠি দিয়েছিলেন। এ দিন সমিতির বৈঠকের শুরুতেই মন্টু কামালউদ্দিনের কাছে ক্ষমা চেয়ে নেন। কামালউদ্দিনও তাঁকে ক্ষমা করে দিয়ে বলেন, ‘‘মন্টু আমার ছাত্র, সন্তানতুল্য। ওর বিরুদ্ধে আমার করা অভিযোগও নিয়ম মেনে তুলে নেব।’’ ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেও শিক্ষক হিসাবে তিনি কলেজে পড়াবেন বলেই জানিয়েছেন।
কলেজের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির বিষয়ে সুরজিৎবাবু জানিয়েছেন, ‘‘এ দিন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে একটি পাঁচ জনের কমিটি তৈরি করা হয়েছে। তাঁরা ৩০ জুনের মধ্যে রিপোর্ট জমা দেবেন সমিতির কাছে। আরও একটি সিদ্ধান্ত হয়েছে, এ বার থেকে পাঁচ হাজার টাকার বেশি টাকা তুলতে হলে সমিতির সভাপতির অনুমোদন লাগবে।’’