Advertisement
০৩ মে ২০২৪

বিজেপির সভা হঠাৎই বন্ধ করে দিল পুলিশ, উত্তেজনা বসিরহাট শহরে

আগাম অনুমতি থাকা সত্ত্বেও বিজেপির সভা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বসিরহাট জেলা হাসপাতালের সামনে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে বলে দাবি বিজেপির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বসিরহাট জেলা হাসপাতালের সামনে ইটিন্ডা রাস্তার পাশে সভা করছিল বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:২২
Share: Save:

আগাম অনুমতি থাকা সত্ত্বেও বিজেপির সভা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বসিরহাট জেলা হাসপাতালের সামনে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে বলে দাবি বিজেপির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বসিরহাট জেলা হাসপাতালের সামনে ইটিন্ডা রাস্তার পাশে সভা করছিল বিজেপি। সন্ধ্যা ৬টা নাগাদ দলীয় নেতা মিহির বাগচি বক্তৃতা করছিলেন। সে সময়ে পুলিশ গিয়ে সভা বন্ধ করতে বলে। বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য বলেন, “পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে হাসপাতালের বাইরে রাস্তার মোড়ে সভা করা হচ্ছিল। গত দিনে ওই একই জায়গাতে তৃণমূলও সভা করেছিল। অথচ এ দিন আমাদের সভা বন্ধ করে দিতে তৃণমূলের লোকজনকে সঙ্গে নিয়ে আসে পুলিশ।” তাঁর দাবি, “আসলে বিজেপিকে ভয় পেয়ে তৃণমূল পুলিশ ডেকে অন্যায় ভাবে সভা বন্ধ করে দিল। এর থেকে প্রমাণিত, প্রশাসনকে সঙ্গে নিয়ে নির্বাচন লড়ছে তৃণমূল।” বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “কী ঘটেছে, তা পুরোটা না জেনে কোনও মন্তব্য করা সম্ভব নয়।”

অন্য দিকে, তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “হাসপাতালের গেটের সামনে তারস্বরে মাইক বাজিয়ে বিজেপি সভা করছিল। রোগীর পরিবার-পরিজনের সঙ্গে সাধারণ মানুষ প্রতিবাদ করে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ সভা বন্ধ রাখতে বলে। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।”

জ্যোতিপ্রিয়বাবু জানান, সাঁইপালায় পথসভা চলাকালীন তৃণমূলের বাঁধা মাইক কংগ্রেসের লোকজন খুলে নিয়ে যায়। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। জ্যোতিপ্রিয়বাবুর দাবি, মজিদ মাস্টার-সহ বেশ কিছু বহিরাগত গুন্ডা-মস্তানদের নিয়ে টাকি-হাসনাবাদে সভা করছে সিপিএম। ওরা ভোটারদের হুমকি দিচ্ছে। এ ভাবে চলতে থাকলে কিন্তু তৃণমূল চুপচাপ বসে থাকবে না। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

কংগ্রেস নেতা বাবলি বসু বলেন, “তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” সিপিএম নেতা নিরঞ্জন সাহা বলেন, “সব দলের ক্ষেত্রেই তো এলাকার বাইরের মানুষ সভা করতে আসছেন। তাতে যদি কোনও দোষ না থাকে, তা হলে কেন সিপিএমের বেলায় কে কোথায় সভা করবে তা ঠিক করে দেবে তৃণমূল?”

পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার

অটো থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকার দোগাছিয়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম ছন্দা দে (৪০)। বাড়ি ওই এলাকার মালিকবেড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অটোর সামনে ডানপাশের সিটে বসেছিলেন। অটোটি ডান দিকে ঘোরার পথে তিনি অটো থেকে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal basirhat bjp bjp meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE