টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাঙচুর হল শিরাকোল কলেজের ছাত্র সংসদ কক্ষ। শনিবার ছাত্রভর্তিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিট হয়। কয়েকজন আহত হন। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন সর্দারের অভিযোগ, দ্বিতীয় বর্ষের চার ছাত্র ইকবাল শেখের নেতৃত্বে কয়েকজন এসে টেবিল চেয়ার ভেঙে দেয়। ছাত্র সংসদের সদস্য ইকবাল শেখের পাল্টা অভিযোগ, আব্বাসের নেতৃত্বে ছেলেমেয়েদের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে ভর্তি করানো হচ্ছিল। তার প্রতিবাদ করতে গেলে ঝামেলা হয়। কলেজের অধ্যক্ষা শুক্লা দাস মাইতি বলেন, ‘‘কলেজে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের থেকে টাকা যেন কেউ না নেয়।’’