Advertisement
E-Paper

কিউএস র‌্যাঙ্কিংয়ে রাজ্যের ৩ শিক্ষা প্রতিষ্ঠান

কিউএস র‌্যাঙ্কিংয়ে প্রথম এক হাজারের তালিকায় প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুরই প্রথম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২০ ০২:৫৩
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পঠনপাঠনে সুনাম, ছাত্র-শিক্ষক অনুপাত, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা যে সব সংস্থায় চাকরি পান সেগুলির মান, প্রতিটি গবেষণাপত্রের সাইটেশন কত, আন্তর্জাতিক শিক্ষক এবং আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা কত— এমন একাধিক মাপকাঠিতে প্রতি বছর বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি তালিকা প্রকাশ করা হয়। যার নাম ‘কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং’। বুধবার প্রকাশিত হয়েছে ২০২১ সালের সেই তালিকা। তাতে প্রথম এক হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের ২১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম দশটি কেন্দ্রীয় সরকার পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। একাদশ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে কলকাতাও। প্রসঙ্গত, গত বছরও একাদশ স্থানে ছিল যাদবপুর।

কিউএস র‌্যাঙ্কিংয়ে প্রথম এক হাজারের তালিকায় প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুরই প্রথম। তাদের র‌্যাঙ্ক ৬৫১ থেকে ৭০০-র মধ্যে। র‌্যাঙ্কের দিক থেকে ৮০১ থেকে হাজারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গত বছরের মতো এ বারও পঞ্চম স্থানে আইআইটি খড়্গপুর। সারা পৃথিবীর নিরিখে তাদের র‌্যাঙ্ক ৩১৪। গত বছর তা ছিল ২৮১। এই র‌্যাঙ্কিংয়ে ২০০-র মধ্যে রয়েছে দেশের তিন শিক্ষা প্রতিষ্ঠান— আইআইটি মুম্বই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু এবং আইআইটি দিল্লি।

র‌্যাঙ্কিংয়ে প্রথম তিনটি স্থানই দখল করেছে মার্কিন মুলুকের তিন বিশ্ববিদ্যালয়। প্রথম ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি। দ্বিতীয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তৃতীয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ের পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক এ দিন জানিয়েছেন, বিদেশ থেকে ছাত্র-শিক্ষক আনার ক্ষেত্রে প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির এখনও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

QS World University Rankings Education Jadavpur University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy