Advertisement
২০ এপ্রিল ২০২৪
Injured

পথবাতি-বিবাদের জের, ছররা গুলিতে আহত ৩

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ তিনেক আগে ইসলামপুরের টেঁকা নতুনপাড়ায় তেমাথা রাস্তার মোড়ে কয়েকটি সৌর পথবাতি বসেছিল।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

সুজাউদ্দিন বিশ্বাস
ইসলামপুর শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৩:৪১
Share: Save:

রাস্তার ধারে সৌর পথবাতি বসিয়েছিল স্থানীয় পঞ্চায়েত। সেই বাতির মুখ ঘুরিয়ে দেওয়া নিয়ে দু’দল গ্রামবাসীর বচসা গড়াল গুলির লড়াইয়ে। মুর্শিদাবাদের ইসলামপুরে শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় ছররা গুলি চললে তিন গ্রামবাসী আহত হন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ তিনেক আগে ইসলামপুরের টেঁকা নতুনপাড়ায় তেমাথা রাস্তার মোড়ে কয়েকটি সৌর পথবাতি বসেছিল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের একাংশ দেখেন, পথবাতির মুখ রাস্তা থেকে ঘুরে গিয়েছে উল্টোদিকে। ওই জায়গায় দোকান রয়েছে মাসিদুল ইসলাম নামে এক ব্যক্তির। মাসিদুলই নিজের দোকানের দিকে ঘুরিয়েছে পথবাতি, জানতে পেরে প্রতিবাদ করেন গ্রামবাসীরা। শুরু হয় দু’পক্ষের বচসা ও হাতাহাতি। পরে ঝামেলা সাময়িক মিটলেও গ্রামবাসীরা বিষয়টি থানায় গিয়ে জানান। অভিযোগ, এর পর থেকেই মাসিদুল এবং তার কয়েক জন সঙ্গী তাঁদের পাল্টা হুমকি দিচ্ছিল। সন্ধ্যার পর ফের একপ্রস্ত গোলমাল বাধে দু’পক্ষে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সেই সময় ওই দোকান মালিক এবং তার সঙ্গীরা ছররা বন্দুক থেকে তিন রাউন্ড গুলি চালায়। তাতে আহত হন পিয়ারুল শেখ, মিজান শেখ এবং রাকিবুল শেখ নামে তিন জন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ‘‘মাসিদুল-সহ তিন জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এক জন গ্রেফতার হয়েছে। বাকিরা পলাতক’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Injured Clash Solar street lamp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE