Advertisement
E-Paper

রাম-মিছিলের জের, ৪৮ ঘন্টায় হত ৩

সোমবার রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া গোষ্ঠী-সংঘর্ষে প্রাণ হারান এক যুবক। ওই সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্তচৌধুরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৩:১৮
রক্তাক্ত: বোমায় জখম পুলিশকর্তা অরিন্দম দত্তচৌধুরী। সোমবার রানিগঞ্জে। ছবি: ওমপ্রকাশ সিংহ

রক্তাক্ত: বোমায় জখম পুলিশকর্তা অরিন্দম দত্তচৌধুরী। সোমবার রানিগঞ্জে। ছবি: ওমপ্রকাশ সিংহ

রামের নামে রক্তাক্ত হল বাংলা!

সোমবার রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া গোষ্ঠী-সংঘর্ষে প্রাণ হারান এক যুবক। ওই সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্তচৌধুরী। ইটের ঘায়ে পায়ে চোট পান এসিপি (‌সেন্ট্রাল) অজয় চট্টোপাধ্যায়। মাথা ফেটেছে রানিগঞ্জ থানার ওসি প্রমিত গঙ্গোপাধ্যায়েরও।

রবিবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রামনবমীর মিছিলে গোলমাল হয়েছিল। দু’পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি সেদিনই মারা গিয়েছেন। রবিবার পুরুলিয়ায় মারা গিয়েছিলেন আরও এক জন। পুলিশের দাবি, রামনবমীকে কেন্দ্র করে গোলমালের জেরে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে।

রামনবমীর মিছিলে মুর্শিদাবাদের কান্দিতে পুলিশ অস্ত্র নিয়ে যেতে বাধা দেয়। তাতে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি হয়। পরে মিছিলের একটি অংশ থানায় ঢুকে নাচানাচি শুরু করায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: গুন্ডামি চলবে না, এখন কড়া মমতা

এ দিন অবশ্য চন্দননগরে যে সশস্ত্র মিছিল হয়েছে তার মূল উদ্যোক্তাদের অনেকে তৃণমূল ঘনিষ্ট বলে জেনেছে প্রশাসন। আজ, মঙ্গলবার আসানসোলে বিভিন্ন আখড়া রামনবমীর মিছিল বের করবে বলে খবর। রানিগঞ্জের ঘটনার পর আসানসোল নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। নবান্নের এক শীর্ষ পুলিশ কর্তার কথায়,‘‘প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’’

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, নেত্রী লকেট চট্টোপাধ্যায় অস্ত্র নিয়ে মিছিল করার তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুরুলিয়ায় নাবালকদের হাতে অস্ত্র দেখে সেখানকার মিছিল-সংগঠকদের সমন পাঠিয়েছে শিশু অধিকার রক্ষা কমিশন। যা নিয়ে দিলীপবাবু বলেন,‘‘মানুষের জাগরণ দেখে ভয় পেয়ে তৃণমূল মিথ্যা মামলা সাজাচ্ছে।’’ যদিও রামনবমীর প্রতিক্রিয়ায় কিছুটা রক্ষণাত্বক বিশ্ব হিন্দু পরিষদও। সংগঠনের নেতা শচীন্দ্রনাথ সিংহ বলেন,‘’৩১ মার্চ হনুমান জয়ন্তী পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল। আপাতত আর কোনও মিছিল হবে না। আমরা মন্দিরে মন্দিরে রাম নাম জপ করব।’’

Ram Navami Ram Navami Celebration Clash death Injured BJP TMC Police Dilip Ghosh Mamata Banerjee Locket Chatterjee লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy