পাখি পাচারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হল দুর্গাপুরে।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ২ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর টোল প্লাজায় ৩০০টি রোজ রিঙ্ড এবং প্লাম হেডেড প্যারাকিট প্রজাতির টিয়া এবং ৩০টি ময়না উদ্ধার করেন বন দফতরের অফিসাররা।
দুর্গাপুরের বিভাগীয় বনাধিকারিক নীলরতন পাণ্ডা বলেন, ‘‘সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার বিহারের পটনা থেকে আসা বাসে তল্লাশি চালান বন দফতরের আধিকারিকরা। তখনই কলকাতাগামী ওই বাস থেকে ৩টি বাক্স বোঝাই পাখি উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয় বাসের চালল এবং তার সহকারীকে।’’