Advertisement
১৯ মে ২০২৪

সবং কলেজে ছাত্র খুন মামলায় ৬ অভিযুক্তের জামিন হাইকোর্টে

সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে ছাত্র কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে মারার ঘটনায় ৬ জন অভিযুক্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারক অসীম রায় ও সিএস কারনানের ডিভিশন বেঞ্চ সজনীকান্ত কলেজের তিন ছাত্র পরিষদ নেতা সৌমেন গঙ্গোপাধ্যায়, অনুপম আদক এবং সুদীপ পাত্রকে জামিন দেন।

নিজস্ব সংবাদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৬ ১৪:০১
Share: Save:

সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে ছাত্র কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে মারার ঘটনায় ৬ জন অভিযুক্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারক অসীম রায় ও সিএস কারনানের ডিভিশন বেঞ্চ সজনীকান্ত কলেজের তিন ছাত্র পরিষদ নেতা সৌমেন গঙ্গোপাধ্যায়, অনুপম আদক এবং সুদীপ পাত্রকে জামিন দেন। একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের তিন নেতা সানোয়ার আলি, শেখ মুন্না আলি এবং অসীম মাইতিকেও জামিন দিল আদালত। যদিও কৃষ্ণপ্রসাদ জানা খুনে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা পল্টু ওঝার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

গত বছরের ৭ অগস্ট সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যেতে রাজি না হওয়ায় কলেজ ক্যাম্পাসেই ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। ওই কলেজের ছাত্র সংসদ ছাত্র পরিষদের দখলে। ছাত্র পরিষদ সমর্থকদের দাবি ছিল, কলেজ খোলার পর কলেজের ইউনিয়ন রুমে আসেন কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক। তাঁরা বলেন, জলসম্পদমন্ত্রী সৌমেন মহাপাত্র বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন। তাই ছাত্র পরিষদ সমর্থকদেরও তাঁকে অভ্যর্থনা জানাতে যেতে হবে। কিন্তু, তৃণমূল ছাত্র পরিষদের এই ফরমান না মেনে কৃষ্ণপ্রসাদ জানা প্রতিবাদ করেন। এর পরই কৃষ্ণপ্রসাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের বচসা বাধে। কথা কাটাকাটির মাঝেই এক তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক একটি রড নিয়ে কৃষ্ণপ্রসাদের মাথায় জোরে আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কৃষ্ণপ্রসাদ। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তৃতীয় বর্ষের এই ছাত্র। এই ঘটনায় দুই দলেরই মোট ৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

আরও পড়ুন: ছেলেকে পিটিয়ে মারল ওরা, বৃথা কান্না মায়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

high court bail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE