পথ দুর্ঘটনায় ছয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের বকুলতলা এলাকায়। রবিবার রাতে তাঁরা কুলতলি থেকে হাওড়া স্টেশনে যাচ্ছিলেন তামিলনাড়ুর ট্রেন ধরবেন বলে। পথে তাঁদের গাড়িটি একটি বিদ্যুৎখুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছ’জন মারা যান। জখম হন আরও ১৭ জন শ্রমিক। তাঁদের প্রথমে স্থানীয় নিমপিঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেশ কয়েক জনের শ্রমিককে চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জনিয়েছে, এঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের নাম রফিক শেখ, বাবুরালি মিস্ত্রি, জামাল শেখ, হাসান মোল্লা, সইদুল মোল্লা ও হাসান শেখ। এঁরা প্রত্যেকেই কুলতলি থানা এলাকার বাসিন্দা।